বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়) নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিয়া হলো :-

১. জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
উত্তর: (খ) জাতীয় ঐক্য

২. কোনটি মূলত সরকারের ব্যাংক?
উত্তর: (গ) বাংলাদেশ ব্যাংক

৩. ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে-
উত্তর: (ক) তমদ্দুন মজলিস

৪. তানজিমের দেখা জয়াগাটির সাথে মিল রয়েছে-
উত্তর: (ক) টারসিয়ারি যুগের পাহাড়

৫. তানিশার বেড়ানো জায়গাটির মূল বৈশিষ্ট্য হলো-
উত্তর: (ঘ) i, ii, iii

৬. বাংলাদেশের গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে-
উত্তর: (খ) ১৯৭২ সালের ১২ অক্টোবর

৭. ১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার যথার্থ কারণ-
উত্তর: (ঘ) i, ii, iii

৮. তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
উত্তর: (গ) ii, iii

৯. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে?
উত্তর: (ঘ) মহাকর্ষ বলের

১০. কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?
উত্তর: (ক) সাঙ্গু

১১. সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
উত্তর: (খ) ১৪৬

১২. বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
উত্তর: (ঘ) প্রধানমন্ত্রী

১৩. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয়-
উত্তর: (গ) গ্রিসে

১৪. জেলা প্রশাসনের কাজটি কোন ধরনের কাজ?
উত্তর: (গ) মানবতামূলক

১৫. অনুচ্ছেদে উল্লিখিত মানুষের এ ধরনের কষ্ট থেকে পরিত্রাণের জন্য সরকারের উচিত-
উত্তর: (ক) i, ii

১৬. বাংলাদেশ কোন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী সমাদৃত?
উত্তর: (ক) শান্তিরক্ষা মিশন

১৭. প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর: (খ) ১৯৭৫

১৮. কাঠ-চেয়ার- ?
উত্তর: (ঘ) উৎপাদন

১৯. উপযোগ বলতে বোঝায়-
উত্তর: (খ) দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা

২০. বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কতটি খাতে ভাগ করা যায়?
উত্তর: (ঘ) ১৫

২১. ভ্যাট (VAT) কী?
উত্তর: (গ) Value Added Tax

২২. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কী?
উত্তর: (ক) পরিবার

২৩. জাতীয় শিশু শ্রম নিরসন নীতি কত সালে হয়?
উত্তর: (ক) ২০১০

২৪. সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান হলো-
উত্তর: (ঘ) i, ii, iii

২৫. রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্করূপ- উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
উত্তর: (ক) i, ii

২৬. জাতিসংঘ শিশু অধিকার কনভেশন অনুযায়ী শিশু কারা?
উত্তর: (ঘ) ১৮ বছরের কম বয়সীরা

২৭. মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন।- উক্তিটি কার?
উত্তর: (খ) ম্যাকাইভার

২৮. এইডস রোগীর প্রতি আমাদের করণীয় হলো-
উত্তর: (ক) সহানুভূতি প্রকাশ করা

২৯. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: (গ) এরিস্টটল

৩০. বাংলাদেশে সবচেয়ে বড় রাত কবে?
উত্তর: (খ) ২২ ডিসেম্বর

নিচে বিষয়ভিত্তিক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৯ সালের সাজেশনগুলো দেওয়া হল:

নিমোক্ত সাজেশনগুলো অনুসরণ করলে সকল বোর্ডের জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। ইশিখন.কম আপনাদের জন্য আরো নতুন নতুন সাজেশন নিয়ে আসছে। এছাড়া্ও উক্ত লিংক / পেইজগুলোতে আরো নতুন নতুন সাজেশন যুক্ত হবে। তাই সাজেশনের জন্য ইশিখন.কম এর সাথে থাকুন।

 

আরো পড়ুন:

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ইংরেজি)

এস.এস.সি 2018 (বাংলা ১ম পত্র)

২০১৮ এস.এস.সি (বাংলা দ্বিতীয় পত্র)

২০১৮ এস.এস.সি (হিসাববিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (গণিত)

২০১৮ এস.এস.সি (বিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (কৃষি শিক্ষা)

২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)

২০১৮ এস.এস.সি (উচ্চতর গণিত)

২০১৮ এস.এস.সি (জীববিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (ইসলাম ধর্ম)

২০১৮ এস.এস.সি (রসায়ন)

২০১৮ এস.এস.সি (ব্যবসায় উদ্যোগ)

২০১৮ এস.এস.সি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

২০১৮ এস.এস.সি (পৌরনীতি ও নাগরিকতা)

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline