📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

২০১৯ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)

২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)

ফিন্যান্স ও ব্যাংকিং 

২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং) নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিয়া হলো :-

১. অর্থবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত হয়?
উত্তর: (ঘ) ২

২. প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়?
উত্তর: (গ) রপ্তানিকারক

৩. ঝুঁকি গ্রাস করা যায়-
উত্তর: (ঘ) সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে

৪. সুদের হার বাড়লে-
উত্তর: (খ) বিনিয়োগ এর বাজারমূল্য কমবে

৫. কাঠামোভিত্তিক ব্যাংক কয়টি?
উত্তর: (গ) ৪

৬. ৫০০ টাকার বিলে ২% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে?
উত্তর: (ক) ৪৯০ টাকা

৭. মিসেস আয়শার জন্য কোন ধরনের হিসাব যথোপযুক্ত?
উত্তর: (খ) সঞ্চয়ী হিসাব

৮. মিসেস আয়শা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা ও সুবিধা পেতে পারেন সেগুলো হল-
উত্তর: (গ) স্বল্পহারে সুদপ্রাপ্তি, যতবার খুশি ততবার টাকা জমা রাখা

৯. World Trade Organization (WTO) কোন দশকে আত্মপ্রকাশ করে?
উত্তর: (গ) ১৯৯০

১০. বন্ডের যে সকল বৈশিষ্ট্য রয়েছে তা হল-
উত্তর: (ঘ) জামানত, পরিকপ¦তা, রূপান্তরযোগ্যতা

১১. হুকুম চেকের বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: (ঘ) কেবল নির্দিষ্ট ব্যক্তি অর্থ উত্তোলন করতে পারে

১২. মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
উত্তর: (ক) স্থায়ী সম্পত্তি ক্রয়ের, স্থায়ী সম্পত্তি আধুনিকায়নের

১৩. অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস-
উত্তর: (খ) ঋণপত্র

১৪. দেশের মুদ্রাবাজা নিয়ন্ত্রণ করে-
উত্তর: (খ) সরকার, কেন্দ্রীয় ব্যাংক

১৫. এই ধরনের লভ্যাংশ প্রদানের নীতিকে কী বলা হয়?
উত্তর: (গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি

১৬. উপরোক্ত উদ্দীপক অনুসারে লভ্যাংশ প্রদানের পরিমাণ কত হবে?
উত্তর: (ক) ১২,৫০,০০০ টাকা

১৭. ঋণদান, নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি?
উত্তর: (খ) বিশেষায়নের নীতি

১৮. পরিচালন ব্যয়ে স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কী তৈরি হয়?
উত্তর: (ক) ব্যবসায়িক ঝুঁকি

১৯. ট্রাভেলারস্ চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পেয়ে থাকে?
উত্তর: (খ) কমিশন

২০. ঋণের শেষ আশ্রয়স্থল-
উত্তর: (গ) বাংলাদেশ ব্যাংক

২১. বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া কখন শুরু হয়?
উত্তর: (গ) সত্তরের দশকে

২২. মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?
উত্তর: (খ) সংরক্ষিত তহবিল

২৩. নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃ প্রবাহ পাওয়া যায়?
উত্তর: (ক) অবচয়

২৪. কাঠামোর ভিত্তিতে এক্সিম ব্যাংক কোন ধরনের ব্যাংক?
উত্তর: (খ) শাখা ব্যাংক

২৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদস্য সংখ্যা কতটি দেশ?
উত্তর: (গ) ১৮৯

২৬. xyz এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
উত্তর: (গ) ১০.২১%

২৭. যদি বৃদ্ধির হার ৩.৫% হয় সেক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
উত্তর: (ক) ১০.৭৫%

২৮. কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন?
উত্তর: (খ) ১২

২৯. ARR এর পূর্ণরূপ কী?
উত্তর: (গ) Annual Rate of Return

৩০. বিদ্যালয় একটি-
উত্তর: (ঘ) সামাজিক প্রতিষ্ঠান

নিচে বিষয়ভিত্তিক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৯ সালের সাজেশনগুলো দেওয়া হল:

নিমোক্ত সাজেশনগুলো অনুসরণ করলে সকল বোর্ডের জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। ইশিখন.কম আপনাদের জন্য আরো নতুন নতুন সাজেশন নিয়ে আসছে। এছাড়া্ও উক্ত লিংক / পেইজগুলোতে আরো নতুন নতুন সাজেশন যুক্ত হবে। তাই সাজেশনের জন্য ইশিখন.কম এর সাথে থাকুন।

 

আরো পড়ুন:

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ইংরেজি)

এস.এস.সি 2018 (বাংলা ১ম পত্র)

২০১৮ এস.এস.সি (বাংলা দ্বিতীয় পত্র)

২০১৮ এস.এস.সি (হিসাববিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (গণিত)

২০১৮ এস.এস.সি (বিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (কৃষি শিক্ষা)

২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)

২০১৮ এস.এস.সি (উচ্চতর গণিত)

২০১৮ এস.এস.সি (জীববিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (ইসলাম ধর্ম)

২০১৮ এস.এস.সি (রসায়ন)

২০১৮ এস.এস.সি (ব্যবসায় উদ্যোগ)

২০১৮ এস.এস.সি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

২০১৮ এস.এস.সি (পৌরনীতি ও নাগরিকতা)

   
   

0 responses on "২০১৯ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved