জীববিজ্ঞান
২০১৮ এস.এস.সি (জীববিজ্ঞান) নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিয়া হলো :-
১. গলবিলের অংশ কোনটি?
উত্তর: (ঘ) আলজিহ্বা
২. নিউমোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
উত্তর: (খ) i, iii
৩. কোনটি প্রসারিত হয়ে পিড়কা গঠন করে?
উত্তর: (গ) রেনাল পিরামিড
৪. কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়?
উত্তর: (ক) জাম
৫. উল্লিখিত গ্রন্থিটি শরীরের কোন অঙ্গে পাওয়া যায়?
উত্তর: (খ) গলা
৬. উল্লেখিত দুটি পরিস্থিতি সৃষ্টি ও নিয়ন্ত্রণের কারণ-
উত্তর: (খ) i, iii
৭. ছাগল কোন শ্রেণির খাদক?
উত্তর: (ঘ) প্রথম
৮. নিম্নের কোনটির ক্ষেত্রে সামগ্রিক চলন ঘটে?
উত্তর: (ঘ) ডায়াটম
৯. শিমুল ফুলের পুংস্তবক কোন ধরনের?
উত্তর: (গ) বহুগুচ্ছ
১০. ছ এর ক্ষেত্রে প্রযোজ্য-
উত্তর: (খ) i, iii
১১. Q । N এর ক্ষেত্রে 2A এর কাজ-
উত্তর: (খ) i, iii
১২. উঘঅ অনুপস্থিত থাকে কোনটিতে?
উত্তর: (গ) টোবাকো মোজাইক
১৩. কৌলিগত পরিবর্তন সাধিত হয় কোন মাছের?
উত্তর: (ক) স্যামন
১৪. হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোনটিতে?
উত্তর: (গ) মাশরুম
১৫. হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে?
উত্তর: (ক) Endocrinology
১৬. নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যমান?
উত্তর: (ঘ) সেন্ট্রোসোম
১৭. কেন্দ্রিকা অনুপস্থিত থাকে কোন কোষে?
উত্তর: (গ) পরিণত সীভকোষ
১৮. প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়?
উত্তর: (ক) সিলিয়াসযুক্ত
১৯. সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন?
উত্তর: (খ) খ
২০. উদ্ভিদের পাতার সবুজরং হালকা হয়ে যায় কোনটির অভাবে?
উত্তর: (ঘ) ম্যাগনেসিয়াম
২১. চিত্রটির কাজের সাথে রক্তের কোন কাজটির সম্পর্ক আছে?
উত্তর: (খ) রোগ প্রতিরোধ করা
২২. অবাত শ্বসনে কোনটি উৎপন্ন হয়?
উত্তর: (খ) C2H5OH
২৩. নিচের কোনটিতে সালোক সংশ্লেষণের হার বেশি?
উত্তর: (ক) মুথা ঘাস
২৪. গ্লুকাগন নিঃসরণে কোন গ্রন্থি কাজ করে?
উত্তর: (ক) অগ্ন্যাশয়
২৫. টিউনিকা মিডিয়া কী দ্বারা তৈরি?
উত্তর: (খ) অনৈচ্ছিক পেশী
নিচে বিষয়ভিত্তিক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৯ সালের সাজেশনগুলো দেওয়া হল:
নিমোক্ত সাজেশনগুলো অনুসরণ করলে সকল বোর্ডের জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। ইশিখন.কম আপনাদের জন্য আরো নতুন নতুন সাজেশন নিয়ে আসছে। এছাড়া্ও উক্ত লিংক / পেইজগুলোতে আরো নতুন নতুন সাজেশন যুক্ত হবে। তাই সাজেশনের জন্য ইশিখন.কম এর সাথে থাকুন।
আরো পড়ুন:
এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ইংরেজি)
এস.এস.সি 2018 (বাংলা ১ম পত্র)
২০১৮ এস.এস.সি (বাংলা দ্বিতীয় পত্র)
২০১৮ এস.এস.সি (হিসাববিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (গণিত)
২০১৮ এস.এস.সি (বিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (কৃষি শিক্ষা)
২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)
২০১৮ এস.এস.সি (উচ্চতর গণিত)
২০১৮ এস.এস.সি (জীববিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (ইসলাম ধর্ম)
২০১৮ এস.এস.সি (রসায়ন)
২০১৮ এস.এস.সি (ব্যবসায় উদ্যোগ)
২০১৮ এস.এস.সি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
২০১৮ এস.এস.সি (পৌরনীতি ও নাগরিকতা)