দেশব্যাপী ইশিখন এজেন্ট সেন্টার সমূহ
দেশব্যাপী নামমাত্র মূল্যে লাইভ ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ। বিস্তারিত:
https://eshikhon.com/offer
আপনার ট্রেইনিং প্রতিষ্ঠান থাকলে আপনিও হতে পারেন ইশিখন এজেন্ট:
শিক্ষার্থীরা কিভাবে এজেন্ট এর
মাধ্যমে ক্লাস করবেন:
যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই,
তাঁরা ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। এজন্য, ইশিখন কোর্স রেজিস্ট্রেশন করার পর
উক্ত প্রতিষ্ঠানে গিয়ে লাইভ ক্লাসে অংশ নিবেন। তবে এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার, ইন্টারনেট
ব্যবহার এবং তত্ত্বাবধান বাবৎ তাদের ফি প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা এজেন্ট সেন্টারের প্রদত্ত সুবিধার উপর
ভিত্তি করে একটা ফি প্রদান করবে। এজেন্ট ফি সর্বনিম্ন ৪০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০০০ টাকা পর্যন্ত
নির্ধারণ করা হয়েছে। এই সম্পূর্ণ ফি এজেন্ট সেন্টারের প্রাপ্য, যেখানে ইশিখন কোন চার্জ করবে না।
এজেন্ট ফি নির্ধারণের
ভিত্তি:
শিক্ষার্থী প্রদত্ত ইশিখন এজেন্ট ফি:
শিক্ষার্থীরা কোর্স ফি বাবদ ওয়েবসাইটে উল্লেখিত রেজিস্ট্রেশন ফি ইশিখনকে
সরাসরি প্রদান করবে। ওয়েবসাইটে উল্লেখিত ফি এর বাহিরে ইশিখন কোন অর্থ গ্রহন করবে না। বাসায় কম্পিউটার না থাকার কারনে
যারা এজেন্ট সেন্টারে বসে ক্লাস করবে তাদের এজেন্ট সেন্টার কে আলাদা করে একটা ফি প্রদান করতে হবে। এই সম্পূর্ণ ফি
এজেন্ট সেন্টারের প্রাপ্য, যেখানে ইশিখন কোন চার্জ করবে না।
শিক্ষার্থীরা এজেন্ট সেন্টারের প্রদত্ত সুবিধার উপর
ভিত্তি করে একটা ফি প্রদান করবে। এক্ষেত্রে এজেন্ট ফি সর্বনিম্ন ৪০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০০০ টাকা পর্যন্ত
নির্ধারণ করা হয়েছে। এজেন্ট ফি কিছু সুযোগ সুবিধার উপর ভিত্তি করে কম কিংবা বেশি হবে।
যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে এজেন্ট ফি নির্ধারণ করা হবে:
- ☑️ ক্লাস সংখ্যা
- ☑️ প্রতিষ্ঠানের ল্যাব ফ্যাসিলিটি
- ☑️ সাপোর্ট ট্রেইনার
- ☑️ প্রজেক্টর
- ☑️ পিসি কনফিগারেশন
- ☑️ এয়ার কন্ডিশনার
- ☑️ জেনারেটর বা আইপিএস সুবিধা
বি:দ্র: রেজিস্ট্রেশন ফি ইশিখনে কোর্স রেজিস্ট্রেশনের সময়
বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে। এরপর এজেন্ট সেন্টারে গিয়ে এজেন্ট ফি প্রদান করে ক্লাসে অংশ নিবেন।
কিভাবে এজেন্ট এর মাধ্যমে ক্লাস হবে:
যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ইশিখন এজেন্ট
সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। সেখানে সব শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা কম্পিউটার এবং ইন্টারনেট
থাকবে। শিক্ষার্থীরা ক্লাস সময়ে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে অংশ নিবেন। উক্ত প্রতিষ্ঠানের এজেন্টরা ক্লাসে
অংশগ্রহণ এবং যেকোন সমস্যায় পড়লে সেটা সমাধান করে দিবেন।
ইশিখনের স্বনামধন্য শিক্ষকগণ ঢাকা থেকে অনলাইনে ক্লাস করাবেন। উক্ত ক্লাস,
শিক্ষকের কম্পিউটার স্ক্রিন আপনার কম্পিউটারে দেখা যাবে, কোন কিছু বুঝতে অসুবিধা হলে সাথে সাথে আপনি শিক্ষককে প্রশ্ন
করতে পারবেন। ক্লাসের দিন কিংবা পরদিন ২ ঘন্টা আপনি প্রাকটিজ করার সুযোগ পাবেন।
বিশেষ সুবিধা সমুহ:
✅ দেশের যেকোন জায়গা এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকেও অংশগ্রহণের সুযোগ।
✅ লাইভ ক্লাস মিস করলে ভিডিও রেকর্ডিং ও ক্লাস ফাইল ডাউনলোড করার সুবিধা।
✅ সরাসরি প্রশ্ন, রিমোটে কম্পিউটারে ঢুকে সমস্যা সমাধান।
✅ এসাইনমেন্ট, প্র্যাকটিস ফাইল, আলোচনা, সমস্যা সমাধান, মডেল টেস্ট।
✅ কোর্স শেষে সার্টিফিকেট এবং ডিভিডি ডাউনলোড লিংক।
✅ ২৪/৭ ঘন্টা কল সেন্টার ও মেসেঞ্জার/ইমেইল সাপোর্ট।
কিভাবে রেজিস্ট্রেশন করবেন/অংশ নিবেন:
- প্রথমে এই
লিঙ্কে যান এবং কোর্সে “Enroll Now” তে ক্লিক করুন। - ‘Proceed to checkout’ এ ক্লিক করুন।
- আপনার নাম, ইমেইল, জেলা, ফোন নং দিয়ে পেমেন্ট মেথড সিলেক্ট করুন।
- “I’ve read and accept…” অপশনে ক্লিক করে “Place Order” দিন।
- পেমেন্ট এর নিয়ম/নাম্বার পেয়ে যাবেন।