গণিত
২০১৮ এস.এস.সি (গণিত) নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিয়া হলো :-
১. একটি বৃত্তের ব্যাস 24 সে.মি.। এর পরিধি কত?
উত্তর: (গ) 75.4
২. একটি ঘনকের এক পৃষ্ঠের বর্গের দৈর্ঘ্য 8 root 2 সে.মি.। ঘনকটির কর্ণ কত সে.মি.?
উত্তর: (গ) 8 root 3
৩. পরিসংখ্যানের ক্ষেত্রে-
উত্তর: (ক) i ও ii
৪. গণসংখ্যা সারণি প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন?
উত্তর: (গ) পরিসর
৫. কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি. 10 সে.মি. এবং এদের অন্তরভুক্তকোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
উত্তর: (খ) 38.97
৬. ত্রিভুজ ABC এর C কোণ স্থুলকোণ; AD, BC এর উপর লম্ব হলে, নিচের কোনটি সঠিক?
উত্তর: (খ) AB2 = AC2 + BC2 + 2BC.CD
৭. H অক্ষরটির ঘূর্ণন কোণ কত?
উত্তর: (ঘ) 180 Degree
৮. 8 + 16 + 24 + …………. ধারার নবম পদ কত?
উত্তর: (ক) 72
৯. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 4 : 5 হলে, ক্ষুুদ্রতম কোণের পরিমাণ কত?
উত্তর: (খ) 45 Degree
১০. বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি?
উত্তর: (ঘ) অসংখ্য
১১. BC এর দৈর্ঘ্য কত মিটার?
উত্তর: (ক) 2 root 3
১২. (x + 3) (x – 3) = 16 হলে, x এর মান কত?
উত্তর: (ক) + 5, – 5
১৩. ত্রিকোণমিতির ক্ষেত্রে-
উত্তর: (খ) iii
১৪. tanA= 4/3 হলে secA এর মান কত?
উত্তর: (ঘ) 5/3
১৫. BAC কোণ এর সম্পূরক কোণের মান কোনটি?
উত্তর: (ক) 120 Degree
১৬. ABC কোণ + ACD কোণ এর মান কোনটি?
উত্তর: (ঘ) 180 Degree
১৭. কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা হয়?
উত্তর: (গ) 3
১৮. AB = কত সেমি?
উত্তর: (খ) 2 root 7
১৯. ত্রিভুজ আঁকতে প্রয়োজন-
উত্তর: (ঘ) i, ii ও iii
২০. log2 root 2, 64 এর মান নিচের কোনটি?
উত্তর: (ঘ) 4
২১. a belongs to R হলে-
উত্তর: (K) i ও ii
২২. 4x+1 = 32 হলে x এর মান কত?
উত্তর: (খ) 3/2
২৩. 3784.8 সংখ্যাটিতে লগের পূর্ণক কত?
উত্তর: (খ) 3
২৪. 35 – 2y – y2 এর উৎপাদক কোনটি?
উত্তর: (গ) 7 + y
২৫. 3x – 5y – 7, 6x – 10y = 15 এই সমীকরণ জোটটি-
উত্তর: (খ) i ও iii
২৬. a+1/a এর মান কত?
উত্তর: (ক) root 29
২৭. a2 + 1/a2 এর মান কত?
উত্তর: (গ) 27
২৮. নিচের কোন অন্বয়টি ফাংশন?
উত্তর: (গ) {(2, 3), (1, 2)}
২৯. নিচের কোনটি দ্বারা A intersection B প্রকাশ করা যায়?
উত্তর: (গ) {x : x belongs to A এবং x belongs to B}
৩০. কোনটি স্বাভাবিক সংখ্যা?
উত্তর: (ঘ) 3
নিচে বিষয়ভিত্তিক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৯ সালের সাজেশনগুলো দেওয়া হল:
নিমোক্ত সাজেশনগুলো অনুসরণ করলে সকল বোর্ডের জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। ইশিখন.কম আপনাদের জন্য আরো নতুন নতুন সাজেশন নিয়ে আসছে। এছাড়া্ও উক্ত লিংক / পেইজগুলোতে আরো নতুন নতুন সাজেশন যুক্ত হবে। তাই সাজেশনের জন্য ইশিখন.কম এর সাথে থাকুন।
আরো পড়ুন:
এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ইংরেজি)
এস.এস.সি 2018 (বাংলা ১ম পত্র)
২০১৮ এস.এস.সি (বাংলা দ্বিতীয় পত্র)
২০১৮ এস.এস.সি (হিসাববিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (গণিত)
২০১৮ এস.এস.সি (বিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (কৃষি শিক্ষা)
২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)
২০১৮ এস.এস.সি (উচ্চতর গণিত)
২০১৮ এস.এস.সি (জীববিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (ইসলাম ধর্ম)
২০১৮ এস.এস.সি (রসায়ন)
২০১৮ এস.এস.সি (ব্যবসায় উদ্যোগ)
২০১৮ এস.এস.সি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
২০১৮ এস.এস.সি (পৌরনীতি ও নাগরিকতা)
0 responses on "২০১৯ এস.এস.সি (গণিত)"