বিজ্ঞান

২০১৮ এস.এস.সি (বিজ্ঞান) নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিয়া হলো :-

১. অকাল গর্ভধারণে শিক্ষাগত সমস্যা কোনটি?
উত্তর: (ঘ) সংকোচে মানসিক চাপ বৃদ্ধি

২. কোনটি সংযুক্ত তারের প্রতীক?
উত্তর: (গ)

৩. পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: (গ) গোলীয় দর্পণ

৪. কোনটি প্রতিসরণ কোণ?
উত্তর: (খ)

৫. উপরের চিত্রে-
উত্তর: (গ) ii, iii

৬. প্রাকৃতিক পলিমার কোনটি?
উত্তর: (ঘ) রাবার

৭. ফসল চাষাবাদের জন্য দো-আঁশ মাটি উপযোগী কেন?
উত্তর: (ঘ) প্রয়োজনে পানি ধারণ ও নিষ্কাশন করতে পারে

৮. অ্যাসিটিক এসিড কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর: (ক) খাদ্য সংরক্ষণে

৯. কোনটি কৃত্রিম তন্তু?
উত্তর: (খ) নাইলন

১০. রোমানের প্রথম খাবারে কোন উপাদান বিদ্যমান?
উত্তর: (ক) আমিষ

১১. দ্বিতীয় খাবারটি পছন্দের কারণ, এটি-
উত্তর: (ক) i, ii

১২. কোনটি শক্তিশালী এসিড?
উত্তর: (ক) নাইট্রিক

১৩. সিমেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: (খ) জিপসাম

১৪. ২৫ কেজি ভরের কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো ২ মি/সে২। প্রযুক্ত বলের মান কত ছিল?
উত্তর: (ঘ) ৫০ নিউটন

১৫. কোন এককে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি?
উত্তর: (খ) কিলোওয়াট-ঘণ্টা

১৬. বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে কোনটি?
উত্তর: (গ) রাফেজ

১৭. নিচের কোনটি রক্তজমাট বাঁধতে সাহায্য করে?
উত্তর: (গ) অনুচক্রিকা

১৮. ছেলেমেয়েদের বয়সের কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে?
উত্তর: (ক) ১১-১৯ বছর

১৯. ৮০ ওয়াটের একটি বৈদ্যুতিক ফ্যান প্রতিদিন ৯ ঘণ্টা চললে জুন মাসে কত বিদ্যুৎশক্তি খরচ হবে?
উত্তর: (খ) ২১.৬ kwh

২০. থ্যালাসিমিয়া রোগের কারণ কোনটি?
উত্তর: (ক) লোহিত কণিকা ভেঙে যাওয়া

২১. বার্গার একটি ক্ষতিকর খাবার, কারণ এতে-
উত্তর: (ক) i, ii

২২. এক পরমাণু কার্বনের সাথে চার পরমাণু হাইড্রোজেন মিলে সৃষ্ট গ্যাস কোন সার তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তর: (ঘ) ইউরিয়া

২৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি প্রয়োজন?
উত্তর: (খ) নিয়মিত ও পরিমিত ব্যায়াম করা

২৪. সুপার রাইস কোন ভিটামিন সমৃদ্ধ?
উত্তর: (ক) ভিটামিন A

২৫. X যৌগটি কি?
উত্তর: (খ) লবণ

২৬. Y যৌগের ক্ষেত্রে-
উত্তর: (খ) i, iii

২৭. সর্বপ্রথম কোন বিজ্ঞানী টেস্টটিউব বেবি তৈরি করেন?
উত্তর: (গ) পেট্রুসি

২৮. ট্রাফিক সিগন্যালে হলুদ রং এর বাতি জ¦লতে দেখে চালক কি করবেন?
উত্তর: (ঘ) থামানোর প্রস্তুতি নেবেন

২৯. কাঠের বস্তুতে পেরেক আটকে থাকার কারণ কোনটি?
উত্তর: (গ) ঘর্ষণ

৩০. সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি?
উত্তর: (খ) ২টি

 

নিচে বিষয়ভিত্তিক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৯ সালের সাজেশনগুলো দেওয়া হল:

নিমোক্ত সাজেশনগুলো অনুসরণ করলে সকল বোর্ডের জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। ইশিখন.কম আপনাদের জন্য আরো নতুন নতুন সাজেশন নিয়ে আসছে। এছাড়া্ও উক্ত লিংক / পেইজগুলোতে আরো নতুন নতুন সাজেশন যুক্ত হবে। তাই সাজেশনের জন্য ইশিখন.কম এর সাথে থাকুন।

 

আরো পড়ুন:

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ইংরেজি)

এস.এস.সি 2018 (বাংলা ১ম পত্র)

২০১৮ এস.এস.সি (বাংলা দ্বিতীয় পত্র)

২০১৮ এস.এস.সি (হিসাববিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (গণিত)

২০১৮ এস.এস.সি (বিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (কৃষি শিক্ষা)

২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)

২০১৮ এস.এস.সি (উচ্চতর গণিত)

২০১৮ এস.এস.সি (জীববিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (ইসলাম ধর্ম)

২০১৮ এস.এস.সি (রসায়ন)

২০১৮ এস.এস.সি (ব্যবসায় উদ্যোগ)

২০১৮ এস.এস.সি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

২০১৮ এস.এস.সি (পৌরনীতি ও নাগরিকতা)

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline