রসায়ন
২০১৮ এস.এস.সি (রসায়ন) নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিয়া হলো :-
১. আয়নের দ্রবণে NaOH যোগ করলে সাদা অধঃক্ষে উৎপন্ন হয়।
উত্তর: (ঘ) Zn2+, Ca2+, Al3+
২. সোডা অ্যাশের সংকেত কি?
উত্তর: (খ) Na2CO3
৩. কোনটি আমাদের শরীরে ইলেকট্রালাইটের চাহিদা পূরণ করে?
উত্তর: (ঘ) NaCl
৪. দ্বিবন্ধন দেখা যায়-
উত্তর: (ক) অক্সিজেন অণুতে
৫. তা¤্রমলের বর্ণ-
উত্তর: (গ) সবুজ
৬. কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়?
উত্তর: (ঘ) C10H8
৭. নিচে একটি কোষ গঠন করা হলো-
উত্তর: (গ) i, ii
৮. পর্যায় সারণির মূল ভিত্তি কি?
উত্তর: (ক) ইলেকট্রন বিন্যাস
৯. 21Z মৌলটির সঠিক ইলেকট্রন বিন্যাস-
উত্তর: (ক) 1s22s22p63s23p63d14s2
১০. বজ্রপাতের কারণে কোন এসিড উৎপন্ন হয়?
উত্তর: (খ) HNO2
১১. সোডিয়ামের পারমাণবিক ভর কত?
উত্তর: (ঘ) 23
১২. ড্রাইসেলের অ্যানোড কোনটি?
উত্তর: (ক) Zn
১৩. ত্বকের ক্ষত সৃষ্টি করে নিচের কোন গ্যাসটি?
উত্তর: (ক) নাইট্রোজেন
১৪. অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির?
উত্তর: (ক) Li
১৫. ইথানলের সমাণুটি স্ফুটনাঙ্ক কত?
উত্তর: (ঘ) 78 degree C
১৬. ডেরলিনের মনোমার কোনটি?
উত্তর: (ঘ) H – CHO
১৭. উষ্ণ তাপে ব্লু-ভিট্রিয়লকে উত্তপ্ত করলে কোন বর্ণের অবশেষে পাওয়া যাবে?
উত্তর: (ঘ) সাদা
১৮. কোমল পানীয়তে কোন এসিড থাকে?
উত্তর: (খ) কার্বনিক এসিড
১৯. নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি?
উত্তর: (খ) Zn + লঘু H2SO4
২০. কোন যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা অপেক্ষাকৃত কম?
উত্তর: (ক) H2S
২১. একটি ঐ পরমাণুর প্রকৃত ভর কত?
উত্তর: (ঘ) 9.11*10-28g
২২. পানির চঐ মান কত এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক?
উত্তর: (ঘ) 4.5
২৩. অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি?
উত্তর: (গ) 1
২৪. দ্রবণে কতটি NaOH অণু দ্রবীভূত আছে?
উত্তর: (ঘ) 9.03*1023
২৫. পাত্রদ্বয়ের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে-
উত্তর: (খ) দ্রবণে 0.088g লবণ উৎপন্ন হবে
নিচে বিষয়ভিত্তিক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৯ সালের সাজেশনগুলো দেওয়া হল:
নিমোক্ত সাজেশনগুলো অনুসরণ করলে সকল বোর্ডের জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। ইশিখন.কম আপনাদের জন্য আরো নতুন নতুন সাজেশন নিয়ে আসছে। এছাড়া্ও উক্ত লিংক / পেইজগুলোতে আরো নতুন নতুন সাজেশন যুক্ত হবে। তাই সাজেশনের জন্য ইশিখন.কম এর সাথে থাকুন।
আরো পড়ুন:
এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ইংরেজি)
এস.এস.সি 2018 (বাংলা ১ম পত্র)
২০১৮ এস.এস.সি (বাংলা দ্বিতীয় পত্র)
২০১৮ এস.এস.সি (হিসাববিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (গণিত)
২০১৮ এস.এস.সি (বিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (কৃষি শিক্ষা)
২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)
২০১৮ এস.এস.সি (উচ্চতর গণিত)
২০১৮ এস.এস.সি (জীববিজ্ঞান)
২০১৮ এস.এস.সি (ইসলাম ধর্ম)
২০১৮ এস.এস.সি (রসায়ন)
২০১৮ এস.এস.সি (ব্যবসায় উদ্যোগ)
২০১৮ এস.এস.সি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
২০১৮ এস.এস.সি (পৌরনীতি ও নাগরিকতা)