২০১৯ এস.এস.সি (হিসাববিজ্ঞান)

হিসাববিজ্ঞান 

২০১৮ এস.এস.সি (হিসাববিজ্ঞান) নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিয়া হলো :-

১. উত্তোলন কোন শ্রেণির হিসাব?
উত্তর: (ঘ) মালিকানাস্বত্ব

২. বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকারের হিসাব?
উত্তর: (গ) সম্পদ হিসাব

৩. ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা হল-
উত্তর: (ক) ক্রেডিট নোট

৪. কোনটির উপর ভিত্তি করে ক্রয় জাবেদা লেখা হয়?
উত্তর: (ক) চালান

৫. বিল বাট্টাকরণজনিত দাখিলা কোথায় লেখা হয়?
উত্তর: (ক) নগদ প্রদান জাবেদায়

৬. ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে-
উত্তর: (খ) ii, iii

৭. চেকের মাধ্যমে দায় পরিশোধ করলে তিনঘরা নগদান বহির কোথায় বসে?
উত্তর: (গ) ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে

৮. দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি?
উত্তর: (ঘ) ১০টি

৯. প্রারম্ভিক নগদ তহবিল ও প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলের কোন দিকে বসে?
উত্তর: (খ) কোনো দিকেই না

১০. উদ্দীপকে চলতি সম্পদের পরিমাণ কত?
উত্তর: (ক) ১,৩৮,০০০ টাকা

১১. জনাব আশিকের মুনাফাজাতীয় ব্যয় কত?
উত্তর: (গ) ৩২,০০০ টাকা

১২. অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ দিতে হয়?
উত্তর: (ক) রক্ষণশীলতার নীতি

১৩. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে-
উত্তর: (গ) পণ্য ক্রয়

১৪. বিজ্ঞাপন খরচ পাঁচ বছরের জন্য ২০,০০০ টাকা পরিশোধ করলে ১ম বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে?
উত্তর: (ঘ) ১৬,০০০ টাকা

১৫. আরোপণযোগ্য খরচের অন্তর্ভুক্ত হলো-
উত্তর: (ঘ) i, ii, iii

১৬. উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যোগ করলে কী পাওয়া যায়?
উত্তর: (ক) মোট ব্যয়

১৭. তারল্য অনুপাতের আদর্শ মান কোনটি?
উত্তর: (গ) ১ : ১

১৮. জনাব মাহমুদের মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
উত্তর: (ঘ) ২৫,০০০ টাকা

১৯. জনাব মাহমুদের রূপান্তর ব্যয়ের পরিমাণ কত?
উত্তর: (ক) ৮,০০০ টাকা

২০. উদ্দীপকের লেনদেনটি জনাব রুপম কত টাকায় হিসাবভুক্ত করবেন?
উত্তর: (খ) ৩৬,০০০ টাকা

২১. ৪/১৫ নিট, ২৮ দ্বারা বোঝায়-
উত্তর: (গ) ii, iii

২২. পারিবারিক আয়ের শতকরা কতভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত?
উত্তর: (খ) ২০%-২৫%

২৩. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
উত্তর: (খ) আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ

২৪. লুকা প্যাসিওলি কী ছিলেন?
উত্তর: (গ) দার্শনিক

২৫. সঠিক সমীকরণ কোনটি?
উত্তর: (খ) A = (L + (C + R – E – D)

২৬. প্রতিটি লেনদেন প্রভাবিত করে-
উত্তর: (ঘ) i, ii, iii

২৭. চলমান জের ছক অনুসরণ করে হিসাবের জের কখন নির্ণয় করা হয়?
উত্তর: (ঘ) প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পরে

২৮. জনাব জাহিদের মূলধনজাতীয় ব্যয় কত?
উত্তর: (ক) ৪,২০,০০০ টাকা

২৯. জনাব জাহিদের মূলধনজাতীয় আয়ের পরিমাণ কত?
উত্তর: (খ) ২০,০০০ টাকা

৩০. বিভিন্ন প্রকার সম্পদ অবচয়ের ফলে-
উত্তর: (ঘ) i, ii, iii

নিচে বিষয়ভিত্তিক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৯ সালের সাজেশনগুলো দেওয়া হল:

নিমোক্ত সাজেশনগুলো অনুসরণ করলে সকল বোর্ডের জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। ইশিখন.কম আপনাদের জন্য আরো নতুন নতুন সাজেশন নিয়ে আসছে। এছাড়া্ও উক্ত লিংক / পেইজগুলোতে আরো নতুন নতুন সাজেশন যুক্ত হবে। তাই সাজেশনের জন্য ইশিখন.কম এর সাথে থাকুন।

 

আরো পড়ুন:

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ইংরেজি)

এস.এস.সি 2018 (বাংলা ১ম পত্র)

২০১৮ এস.এস.সি (বাংলা দ্বিতীয় পত্র)

২০১৮ এস.এস.সি (হিসাববিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (গণিত)

২০১৮ এস.এস.সি (বিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (কৃষি শিক্ষা)

২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

২০১৮ এস.এস.সি (ফিন্যান্স ও ব্যাংকিং)

২০১৮ এস.এস.সি (উচ্চতর গণিত)

২০১৮ এস.এস.সি (জীববিজ্ঞান)

২০১৮ এস.এস.সি (ইসলাম ধর্ম)

২০১৮ এস.এস.সি (রসায়ন)

২০১৮ এস.এস.সি (ব্যবসায় উদ্যোগ)

২০১৮ এস.এস.সি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

২০১৮ এস.এস.সি (পৌরনীতি ও নাগরিকতা)

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline