প্রশ্ন ফাঁসের মধ্যে জেএসসি পরীক্ষা শেষ হতে না হতেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ‘ফাঁস হওয়া’ প্রশ্নসহ চাঁদপুরে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
চাঁদপুরের হাইমচর উপজেলার ৭ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জুয়েল (৩৪) ও ফটোকপি দোকানদার সুদর্শনকে (৩২) মঙ্গলবার রাতে আটক করা হয়।
বুধবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের লিখিত অংশের সঙ্গে ‘ফাঁস হওয়া’ প্রশ্নপত্রের মিল রয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানিয়েছেন।
কয়েকদিন আগে শেষ হওয়া জেএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে ব্যাপক সমালোচনার পরই শুরু হয় প্রাথমিক সমাপনী পরীক্ষা।
আহসানুজ্জামান জানান, মঙ্গলবার রাতে নৈশপ্রহরী জুয়েল আলগী বাজারে সুদর্শনের দোকানে ‘ফাঁস হওয়া প্রশ্ন’ ফটোকপি করতে যান।
এটি স্থানীয় লোকজন জানতে পেয়ে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ জুয়েল ও সুদর্শনকে আটক করে। তাদের কাছে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে বুধবার অনুষ্ঠিত সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের রচনামূলক অংশের ৫০ নম্বরের মিল পাওয়া গেছে।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এই ঘটনায় পুলিশ আটক কৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
আরো পড়ুন:
0 responses on "প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রশ্ন ফাঁস"