পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।
রোববার (১৯শে নভেম্বর) উভয় স্তরের ইংরেজী বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৬ জন পরীক্ষার্থী।
উপজেলায় ৫টি কেন্দ্রের অধীনে ১ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে মেয়েদের তুলনায় ছেলেদের অনুপস্থিতি হার বেশি ছিল।
কাউখালী উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এই উপজেলায় প্রাথমিকে ১ হাজার ১২১ জনের মধ্যে ৯ জন অনুপস্থিত, এর মধ্যে শিক্ষার্থী ৬জন, ছাত্রী-৩জন। ইবতেদায়ীতে ১৯৫ জনের মধ্যে ২৭ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে শিক্ষার্থী ২০ জন ও ছাত্রী ৭ জন।
আরো পড়ুন:
0 responses on "প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু অনুপস্থিত ৩৬ জন পরীক্ষার্থী"