
* অনুশীলনী-৭ (ক)
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে আজ রয়েছে অনুশীলনী ৭ (ক) থেকে কিছু সমস্যা ও তার সমাধান।
প্রশ্ন: একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তিনি কত মিটার ফিতা দিলেন?
সমাধান:
একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন।
অর্থাত্,
১ জনকে ফিতা দিলেন ০.২৪ মিটার
৭৫ জনকে ফিতা দিলেন
(০.২৪ ৭৫) মিটার
= ১৮.০০ মিটার
বা, ১৮ মিটার
এখানে,
০.২৪
৭৫
১২০
১৬৮০
১৮.০০
তিনি ১৮ মিটার ফিতা দিলেন।
উত্তর: ১৮ মিটার।
প্রশ্ন: এক ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫ কেজি হলে এরূপ ১২টি ঝুড়ির ফলের ওজন কত?
সমাধান:
প্রশ্নানুযায়ী,
১ ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫ কেজি
১২ ঝুড়ি ফলের ওজন
(২.৫৬৫ ┤ ১২) কেজি
= ৩০.৭৮০ কেজি
বা, ৩০.৭৮ কেজি
এখানে,
২.৫৬৫
১২
৫১৩০
২৫৬৫০
৩০.৭৮০
উত্তর: ৩০.৭৮ কেজি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল হাইস্কুল, ঢাকা