🎓 SSC শেষ? এবার শিখে ফেলো প্রফেশনাল স্কিল মাত্র ৯৯০ টাকায়! 🔥

এই সময়টাই তোমার ভবিষ্যৎ গড়ার সেরা সুযোগ! আর তাই ইশিখন দিচ্ছে..

✍️ ২৯৯০/- টাকার AI ফেসবুক মার্কেটিং মাস্টারি মাত্র ৯৯০/- ৳
✍️ ২৯৯০/- টাকার বেসিক ওয়েব ডিজাইন উইথ AI মাত্র ৯৯০/- ৳
✍️ ২৯৯০/- টাকার স্মার্ট এডিটিং উইথ ফটোশপ AI টুলকিট মাত্র ৯৯০/- ৳
✍️ ২৯৯০/- টাকার স্পোকেন ইংলিশ উইথ AI মাত্র ৯৯০/- ৳
✍️ ২৯৯০/- টাকার ডাটা এন্ট্রি মাস্টারি উইথ AI মাত্র ৯৯০/- ৳


🌟 কেন এই সময়েই স্কিল শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ?

📌 SSC পরীক্ষার পর হাতে পর্যাপ্ত সময়

📌 কলেজে উঠার আগে নিজের জন্য কিছু করে দেখানোর সুযোগ

📌 ভবিষ্যতের ক্যারিয়ারের ভিত গড়ার একদম উপযুক্ত সময়

📌 ফ্রিল্যান্সিং বা স্মার্ট ইনকামের পথেও যাত্রা শুরু করা সম্ভব এখন থেকেই!


🏆 কেন শিখবেন eShikhon থেকে?

লাইভ ক্লাস + রেকর্ডিং: Zoom-এ সরাসরি ক্লাস, মিস করলে রেকর্ডেড ভিডিও

দেশসেরা মেন্টর: অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালদের দ্বারা প্রশিক্ষণ

ঘরে বসেই শেখা: মোবাইল বা পিসি দিয়েই বিশ্বের যেকোনো স্থান থেকে ক্লাস

প্র্যাকটিক্যাল লার্নিং: রেকর্ডিং, কুইজ, অ্যাসাইনমেন্ট ও প্রজেক্টসহ শেখানো

মার্কেটপ্লেস গাইডলাইন: Fiverr, Upwork সহ ফ্রিল্যান্সিং স্পেশাল সেশন

২৪/৭ সাপোর্ট: কাজ না পাওয়া পর্যন্ত এক্সপার্টদের সহায়তা

রিভিউ ও প্রবলেম সলভিং ক্লাস: কোর্স শেষেও প্রশ্ন ও সমাধানের সুযোগ

রিমোট টেক সাপোর্ট: শিক্ষার্থীদের কম্পিউটার সমস্যা সরাসরি সমাধান

অনলাইন সার্টিফিকেট: কোর্স শেষে ডিজিটালি ভেরিফায়েড সার্টিফিকেট

ইন্টার্নশিপ সুযোগ: যোগ্য শিক্ষার্থীদের জন্য ফ্রি ও পেইড ইন্টার্নশিপ

🎁 বিশেষ উপহার!

উপরের যেকোনো কোর্সে ভর্তি হলে একদম ফ্রি পাচ্ছেন আমাদের স্পেশাল বোনাস কোর্স —
🎓 “AI Study Hacks: Tools & Techniques for Students”

🔍 এই কোর্সে থাকছে —
✅ একাধিক প্রোডাক্টিভ AI টুলের ব্যবহার
✅ স্মার্ট নোট টেকিং
✅ দ্রুত পড়া মনে রাখার কৌশল
✅ ফোকাস বাড়ানোর হ্যাক
✅ এবং আরও অনেক স্মার্ট স্টাডি সলিউশন!

📌 এই বোনাস কোর্সটি শুধুমাত্র বর্তমান ব্যাচ ভর্তি শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ — তাই আজই ভর্তি হয়ে উপহারটি নিশ্চিত করুন!

📌 কোর্সে অংশগ্রহণের নিয়মাবলি

1️⃣ নিচের ব্যাচ তালিকা থেকে আপনার কাঙ্ক্ষিত কোর্সের “Enroll Now” বাটনে ক্লিক করুন।
(📱 মোবাইলে টেবিলটি বামে স্ক্রল করলে বাটনটি দেখতে পাবেন)

2️⃣ পরবর্তী পেজে ডান পাশে কোর্স ফি দেখাবে → “Proceed to Checkout” বাটনে ক্লিক করুন।

3️⃣ আপনার নাম, ফোন, জেলা, ইমেইল লিখুন এবং পেমেন্ট পদ্ধতি হিসেবে bKash / Nagad / Rocket / Others অপশন বেছে নিন।

4️⃣ নিচের “I’ve read and accept…” বক্সে টিক দিন ✅

5️⃣ তারপর “Place Order” বাটনে ক্লিক করুন।
সাথে সাথে আপনি পেমেন্টের নিয়ম ও নম্বর পেয়ে যাবেন।

6️⃣ পেমেন্ট করলে সঙ্গে সঙ্গেই কোর্সটি আপনার eShikhon অ্যাকাউন্টে একটিভ হবে।

7️⃣ এরপর ড্যাশবোর্ডে গিয়ে “Start Course” বাটনে ক্লিক করলেই নির্ধারিত দিনে লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন।

🎁 কোর্সের সব নির্দেশনা, ফাইল, সফটওয়্যার লিংক ক্লাসের মধ্যেই পাবেন।

🏫 ইশিখনের পথচলা – বাংলাদেশের অনলাইন ট্রেনিংয়ের অগ্রদূত

বাংলাদেশে অনলাইন স্কিল ট্রেনিংয়ের সূচনা হয়েছিল ইশিখনের হাত ধরেই।
২০১২ সালে “ইনফোনেট” নামে যাত্রা শুরু করে ইশিখন — দেশের সর্বপ্রথম অনলাইনভিত্তিক প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে। এ সময়ের একটি সাক্ষাৎকারে (২০১৪ সালের টিভি ইন্টারভিউ) প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবর বাংলাদেশের যুবসমাজকে ঘরে বসে দক্ষতা অর্জনের দিশা দেখিয়েছিলেন।

🔄 ২০১৫ সালে শিক্ষার্থীদের বিপুল সাড়া ও চাহিদার ভিত্তিতে “ইশিখন” নামে পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ ঘটে।


📈 ৯ বছরের অভিজ্ঞতায় ইশিখনের অর্জন:

🎓 ৪০,০০০+ শিক্ষার্থী ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন
💼 এর মধ্যে ২৫,০০০+ শিক্ষার্থী বর্তমানে
  ➤ Fiverr, Upwork, Freelancer সহ অনলাইন মার্কেটপ্লেসে
  ➤ দেশ-বিদেশের সফ্টওয়্যার কোম্পানিতে
  ➤ এবং eShikhon টিমে নিজেই কাজ করছেন সফলভাবে।


🌐 কেন শিক্ষার্থীরা ইশিখনকে বেছে নেয়?

লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করার সুযোগ
রিমোট কন্ট্রোল টেক সাপোর্ট
প্রাইভেট চ্যাট ও ইন্টারঅ্যাক্টিভ ক্লাস এনভায়রনমেন্ট
ক্লাস মিস করলে রেকর্ডিং সুবিধা
অফলাইনের চেয়েও বেশি সুবিধাজনক ও সময় সাশ্রয়ী


💻 ৫ বছর আগেই Zoom ইন্টিগ্রেশন!

🔹 যদিও ২০২০ সালে কোভিডে Zoom জনপ্রিয় হয়ে ওঠে,
🔹 ইশিখন তারও ৫ বছর আগে, নিজস্ব ওয়েবসাইটের সঙ্গে Zoom ইন্টিগ্রেট করে লাইভ ক্লাস সিস্টেম চালু করেছিল।
🔹 ফলে শিক্ষার্থীরা পাচ্ছেন ‍এক্সক্লুসিভ, স্মার্ট, ও সহজ অনলাইন শেখার অভিজ্ঞতা।

🎓 কারা ক্লাস নিচ্ছেন?

ইশিখনে ক্লাস নিচ্ছেন বাংলাদেশের সেরা সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ,
যারা বছরের পর বছর ধরে অনলাইন মার্কেটপ্লেস ও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন।

🔹 ✅ প্রত্যেকে নিজ নিজ ফিল্ডে এক্সপার্ট
🔹 ✅ বাস্তব অভিজ্ঞতা ও সফলতা থেকে শেখান
🔹 ✅ শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যাল গাইডলাইনের মাধ্যমে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা দেন


📚 শিক্ষকদের পরিচিতি + ভিডিও একসাথে দেখতে এখানে ক্লিক করুন:

👉 সব শিক্ষকের প্রোফাইল ও প্রোমো ভিডিও

🔍 এছাড়াও নিচের ব্যাচ টেবিল থেকে প্রতিটি শিক্ষকের নামের উপর ক্লিক করলে
✅ পরিচিতি
✅ ক্যারিয়ার জার্নি
✅ সফলতার গল্প
✅ অভিজ্ঞতা
✅ এবং প্রোমো ভিডিও দেখা যাবে।


🌍 তাই আপনি দেশের যেকোনো জায়গা থেকে — এমনকি গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল থেকেও —
ঢাকার স্বনামধন্য অভিজ্ঞ শিক্ষকের অধীনে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

সঠিক মেন্টরশিপই পারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে সফল করে তুলতে।
eShikhon তা নিশ্চিত করে একদম শুরু থেকেই।

👩‍💻 কারা শিখতে পারবে?

বাংলাদেশের যেকোনো প্রান্তে বসবাসকারী যাদের ন্যূনতম নিচের যোগ্যতা রয়েছে, তারা eShikhon-এর কোর্সে ঘরে বসেই সরাসরি অংশ নিতে পারবেন।


✅ প্রয়োজনীয় যোগ্যতা:

1️⃣ ডিভাইস:
ইন্টারনেট সংযুক্ত ডেস্কটপ বা ল্যাপটপ
(যাদের ইন্টারনেট স্পিডে Facebook, WhatsApp, Viber-এ কথা বলা যায়, তাদের জন্য যথেষ্ট)

2️⃣ শিক্ষাগত যোগ্যতা:
🔹 ন্যূনতম এইচএসসি (HSC)
🔹 তবে ইংরেজিতে ভালো হলে এসএসসি (SSC) পাশরাও কোর্সে অংশ নিতে পারেন

3️⃣ কম্পিউটার স্কিল:
বেসিক কম্পিউটার জ্ঞান যেমন—
✅ কম্পিউটার অপারেট
✅ ইন্টারনেট ব্রাউজিং
✅ সফটওয়্যার ইন্সটল/আনইন্সটল


🧑‍🎓 উপযুক্ত শিক্ষার্থী কারা?

🔸 যারা পড়াশোনার পাশাপাশি পার্টটাইম স্কিল শেখার মাধ্যমে আয় করতে চান
🔸 যারা আইটি কোম্পানিতে চাকরি করতে চান বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান
🔸 যারা ঘরে বসে দক্ষতা অর্জন করতে চান বাস্তব প্রজেক্ট ও লাইভ গাইডলাইনের মাধ্যমে


📌 আপনি যদি এই যোগ্যতার মধ্যে পড়েন —
তাহলে এই কোর্স আপনার জন্যই!
এখনই যোগ দিন 👉 Enroll Now

🎁 ইশিখনে ক্লাসের বিশেষ সুবিধাসমূহ

দেশসেরা প্রশিক্ষক দ্বারা ক্লাস:
ঢাকার অভিজ্ঞ অনলাইন প্রফেশনাল, সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ ক্লাস পরিচালনা করেন।

দেশের যেকোনো স্থান থেকে শেখার সুযোগ:
গ্রাম হোক বা শহর — যেখানেই থাকুন, আপনি সরাসরি ঢাকার স্বনামধন্য শিক্ষকের অধীনে ক্লাস করতে পারবেন।

লাইভ ক্লাস + রেকর্ডিং:
লাইভ ক্লাস মিস করলে, পরদিন সেই ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইলসমূহ কোর্সে পাবেন।

শিক্ষকের সরাসরি সহায়তা:
লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করতে পারবেন, এমনকি প্রয়োজনে শিক্ষক আপনার কম্পিউটারে রিমোট এক্সেস নিয়ে সফটওয়্যার ইন্সটল করেও দেবেন।

প্র্যাকটিক্যাল লার্নিং:
প্রতিটি ক্লাসের শেষে থাকবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, প্র্যাকটিস ফাইল ও প্রাসঙ্গিক কনটেন্ট।

ইন্টারঅ্যাক্টিভ মডেল টেস্ট:
প্রতিটি ক্লাস শেষে থাকবে ১০ নম্বরের ছোট মডেল টেস্ট — শেখা যাচাইয়ের সুযোগ।

সহজে শেখার জন্য ফাইল ও আলোচনা সাপোর্ট:
ক্লাসে আলোচিত সফটওয়্যার, কনটেন্ট, মডেল টেস্ট, এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সুযোগ।

অতিরিক্ত ট্রেইনার ভিডিও অ্যাক্সেস:
প্রয়োজন অনুযায়ী অন্যান্য এক্সপার্ট ট্রেইনারদের ভিডিও ক্লাসও দেখার সুযোগ।

সার্টিফিকেট প্রদান:
কোর্স শেষে পাবেন অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।

বহুমুখী সাপোর্ট সিস্টেম:
ক্লাসের বাইরে রয়েছে আলাদা সাপোর্ট টিম —
📞 ফোন কল সাপোর্ট
💬 মেসেঞ্জার সাপোর্ট
📧 ইমেইল সাপোর্ট


📅 সকল অনলাইন কোর্সের আপকামিং ব্যাচসমূহ

প্রতিটি কোর্সের ক্লাস শিডিউল:
🎓 ক্লাস সংখ্যা: মোট ১০টি ক্লাস
🕒 প্রতি ক্লাসের সময়কাল: ১.৫ – ২ ঘণ্টা
📆 সপ্তাহে ক্লাস: ৩ দিন
মেয়াদ: ১ মাস
🕗 ক্লাস টাইম: রাত ৭টা ও রাত ৯টা (ব্যাচ অনুযায়ী ভিন্ন হতে পারে)
আরো বিস্তারিত নিচের টেবিলে দেখুন। বি:দ্র: রেজিস্ট্রেশন করতে "Enroll Now" বাটনে ক্লিক করুন  (মোবাইল থেকে  টেবিলটি  বামে টানলে Enroll Now বাটন পাবেন।) 
আমাদের SSC শর্ট কোর্সের ব্যাচসমূহ
SL Course Batch Enroll Schedule Date Time Classes Duration Price Mentor Batch ID
1.1 Smart Editing with Photoshop AI Toolkit: (From Clipping Path to Mockup) SGDPS-Batch-N252-1 Enroll Now › (Sat-Mon-Wed) Saturday , June 28, 2025 07:00 PM 10 Classes 1 Month 4990 990 Abdullah al Mamun ,See More 14464
1.2 Computer+It Specialist and AI Live Course SCIT-Batch-N252-1 Enroll Now › (Sat-Mon-Wed) Saturday , June 28, 2025 09:00 PM 10 Classes 1 Month 4990 990 Md Nurul Huda ,See More 14465
1.3 CapCut Video Editing With AI SCAP-Batch-N252-1 Enroll Now › (Sun-Tue-Thu) Sunday, June 29, 2025 07:00 PM 10Classes 1 Month 4990 990 Md Mostafizur Rahman , See More 14466
1.4 AI Facebook Marketing Mastery SFBM-Batch-N252-1 Enroll Now › (Sun-Tue-Thu) Sunday, June 29, 2025 09:00 PM 10 Classes 1 Month 4990 990 Akash Ghosh , Ashraful Islam, Farjana Nave, See More 14467
1.5 AI YouTube Earn Mastery: (From Creation to Monetization) SYTM-Batch-N252-1 Enroll Now › (Sat-Mon-Wed) Wednesday , July 02, 2025 09:00 PM 10 Classes 1 Month 4990 990 Md Mostafizur Rahman , See More 14468
1.6 Spoken English With AI SENSP-Batch-N252-1 Enroll Now › (Sat-Mon-Wed) Wednesday , July 02, 2025 07:00 PM 10 Classes 1 Month 4990 990 MD Romman Monsi ,See More 14469
1.7 Basic web design With AI - HTML, CSS, Bootstrap & Javascript SWD-Batch-N252-1 Enroll Now › (Sun-Tue-Thu) Thursday, July 03, 2025 09:00 PM 10 Classes 1 Month 4990 990 Nahid Afridi,Mahibullah Siddique ,See More 14470
1.8 AI-Powered WordPress Web Development: (Build with Elementor) SWP-Batch-N252-1 Enroll Now › (Sun-Tue-Thu) Thursday, July 03, 2025 07:00 PM 10 Classes 1 Month 4990 990 Akash Debnath ,See More 14471
1.9 Data Entry Mastery with AI: (Web Research to Virtual Assistance) SDTEN-Batch-N252-1 Enroll Now › (Sat-Mon-Wed) Saturday, July 05, 2025 07:00 PM 10 Classes 1 Month 4990 990 Md. Ariful Islam ,See More 14472
1.10 Modern SEO Mastery with AI: (Rank Smarter, Not Harder.) SSEO-Batch-N252-1 Enroll Now › (Sat-Mon-Wed) Saturday, July 05, 2025 09:00 PM 10 Classes 1 Month 4990 990 Md. Shahin Alam ,Shoaib Santo,See More 14473

কোন কোর্সটি করবেন বুঝতে পারছেন না? আপনি যদি এই সেক্টরে একেবারেই নতুন হন বা পরবর্তীতে কোর্স করতে চান, তাহলে নিচের ফর্মটি পূরণ করুন। আমাদের এক্সপার্ট টিম ফোনে কাউন্সেলিং করে উপযুক্ত সাজেশন দেবে। এছাড়াও আপনি অফিসে এসেও পরামর্শ নিতে পারেন।

👉 ফর্ম পূরণ করতে এখানে ক্লিক করুন

রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে অথবা কিছু বুঝতে সমস্যা হলে, নিচের ফর্মটি পূরণ করুন। ইশিখনের একজন প্রতিনিধি আপনাকে ফোনে সহায়তা করবে এবং রেজিস্ট্রেশন করতে সাহায্য করবে।

📞 ফর্ম পূরণ করতে এখানে ক্লিক করুন

💰eShikhon-এ স্কিল শিখে কোথায় কোথায় আয় করা যায়?

🌍 ১. আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস:

Fiverr, Upwork, Freelancer – যেখানে কাজ করে মাসে হাজার ডলার পর্যন্ত আয় করছেন আমাদের অনেক শিক্ষার্থী।
PeoplePerHour, Toptal, Guru – স্কিল হেভি প্রোফাইলের জন্য আদর্শ।


🧳 ২. দেশ-বিদেশের আইটি কোম্পানিতে চাকরি:

Software Firm / IT Agency / Design Studio
– যারা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং জানে, তাদের জন্য চাকরির সুযোগ অফুরন্ত।

Remote Job Platforms:
Remotasks, We Work Remotely, Remote OK
যেখানে ফ্রিল্যান্সিং নয়, সরাসরি বেতনে রিমোট জব পাওয়া যায়।


🖼️ ৩. ডিজিটাল পণ্য বিক্রি ও রয়্যালটি ইনকাম:

ThemeForest, GraphicRiver, CodeCanyon, VideoHive
– থিম, টেমপ্লেট, লোগো, ভিডিও প্রজেক্ট আপলোড করে আপনি আয় করতে পারেন আজীবন রয়্যালটি ইনকাম

Creative Fabrica, Gumroad, Etsy (Digital Downloads)
– ডিজিটাল পণ্য বিক্রির জন্য জনপ্রিয় মার্কেটপ্লেস।

🛒 ৪. নিজস্ব সার্ভিস বা ব্যবসা:

✅ নিজের ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ফাইভার গিগ চালু করে লোকাল ক্লায়েন্টদের কাজ করা।
✅ নিজের ইউটিউব চ্যানেল বা অনলাইন প্রোডাক্ট সেল – শেখা স্কিল ব্যবহার করে কনটেন্ট/ব্র্যান্ড তৈরি।


📞 ৫. eShikhon এর মাধ্যমে আয়:

ইশিখনের নিজস্ব প্রজেক্টে কাজ করার সুযোগ
সফল শিক্ষার্থীদের জন্য পার্টটাইম টিউটর বা সহকারী হিসেবে কাজের অফার
eShikhon সুপারিশকৃত ক্লায়েন্ট বা কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ


🎯 বোনাস অপশন:

AI Tool Specialist হয়ে কাজ করা (বর্তমানে জনপ্রিয় নতুন সেক্টর)
Virtual Assistant / Data Entry / Content Creator হিসেবে ফ্রিল্যান্সিং বা জব
Motion Graphics, CV/Resume Design, Social Media Management – যেগুলোর জন্য ক্লায়েন্টদের চাহিদা সবসময় থাকে


🔔 আজ শেখা মানেই আগামীকাল আয়ের পথ খুলে যাওয়া।
eShikhon শুধু শেখায় না, ক্যারিয়ারে সফল হবার পথও দেখায়।

🎥 কিভাবে নেওয়া হয় ইশিখনের লাইভ ক্লাস?

📡 ইশিখনের সকল লাইভ ক্লাস Zoom অ্যাপের মাধ্যমে অনলাইনে নেওয়া হয় —
শিক্ষক নিজেই ক্লাস শুরু করেন eshikhon.com প্ল্যাটফর্ম থেকে, এবং আপনি ক্লাসে অংশ নেন নিজের বাসায় বসে আপনার কম্পিউটার/ল্যাপটপে।


👨‍🏫 ক্লাসে কীভাবে শেখানো হয়?

🖥️ শিক্ষক ক্লাস চলাকালীন সময় তার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করেন —
আপনি দেখতে পারবেন তিনি কী করছেন, কোন সফটওয়্যার ব্যবহার করছেন, কোন ফাইল ওপেন করছেন

🎧 আপনি শুধু দেখবেনই না, শিক্ষকের কণ্ঠ শুনতে পাবেন, এবং শেখার প্রতিটি ধাপ সরাসরি বুঝতে পারবেন।


❓ ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন?

💬 আপনি সরাসরি:

  • মুখে কথা বলে, অথবা

  • Zoom-এর চ্যাট অপশনের মাধ্যমে
    শিক্ষককে প্রশ্ন করতে পারবেন।

👨‍🔧 যদি আপনি কোনো সফটওয়্যার ইন্সটল বা ব্যবহার করতে না পারেন, তাহলে শিক্ষক রিমোট অ্যাক্সেসে আপনার কম্পিউটারে ঢুকে সরাসরি সাহায্য করতে পারবেন।


📌 এমন ইন্টারঅ্যাকটিভ ও হ্যান্ডস-অন শেখার অভিজ্ঞতা দেশের আর কোনো অনলাইন ট্রেনিংয়ে নেই!

🗓️ ক্লাস শুরুর তারিখ, সময় ও বিস্তারিত শিডিউল

📌 উপরের টেবিলে প্রতিটি কোর্সের ব্যাচ অনুযায়ী:
ক্লাস শুরুর তারিখ
শুরু হওয়ার সময়
✅ এবং সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে — বিস্তারিতভাবে দেওয়া আছে।

📌 প্রতিটি কোর্সের নামের উপর ক্লিক করলে নিচের দিকে আরও বিস্তারিত দেখতে পারবেন, যেমন:
— ব্যাচ টাইমলাইন
— ক্লাস টাইম
— দিন অনুযায়ী শিডিউল
— কে মেন্টর করছেন
— ও ভর্তি নির্দেশনা

🔍 তাই যে কোর্সটি আপনার ভালো লাগে, তার নামের উপর ক্লিক করুন এবং নিচে গিয়ে ব্যাচ ডিটেইলস দেখে নিন

Pin Icon ঠিকানা/যোগাযোগ:

151/7, Goodluck Center (4th Floor), Panthapath Signal, Green Road, Dhaka-1205

+8809639399399 / 01705 776939 / 01948 858258 / 01842 858258

(সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত)

 যেসকল পত্রিকায় ফিচার করা হয়েছে

  

 
       

             
           
 

Copyright 2025 © eShikhon.com. All rights Reserved

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline