প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি: গণিত

দশমিক ভগ্নাংশ

১। কতটি ০.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়?

উত্তর : ১৯৫ টি।

২। ৬.৪৩ ী ১০ = কত?

উত্তর : ৬৪.৩।

৩। ০.০১ ী ১০০ = কত?

উত্তর : ১।

৪। ৫ টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন ০.৩ কেজি। ৫ টি কাপের ওজন একত্রে কত?

উত্তর : ১.৫ কেজি।

৫। একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে ০.০২ কিলোমিটার যায়। ৮ সেকেন্ডে কত কিলোমিটার যায়?

উত্তর : ০.১৬ কিলোমিটার।

৬। ৯.৪৫ ভাগ ১০০ = কত?

উত্তর : ০.০৯৪৫।

৭। ৫ জন শিক্ষার্থী ৪.৫ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে?

উত্তর : ০.৯ মিটার।

৮। ০.০২ ভাগ ৪ = ০.০০৫।

৯। একটি পাত্রে ০.৭২ লিটার দুধ আছে। ঐ দুধ ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে?

উত্তর : ০.২৪ লিটার।

১০। ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?

উত্তর : ২.৫৪ সেন্টিমিটার।

১১। কোন দশমিক ভগ্নাংশকে ১০০ দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু কত ঘর বামে সরবে?

উত্তর : দুই ঘর।

১২। ০.০০৫ ভাগ ২০ = কত?

উত্তর : ০.০০০২৫।

১৩। ১ মিটার সমান কত ইঞ্চি?

উত্তর : ৩৯.৩৭ ইঞ্চি।

১৪। ০.০১ ী ০.০০২ ী ০.০০৫ = কত?

উত্তর : ০.০০০০০০১।

১৫। একটি গাড়ি ঘণ্টায় ৫৫.৫ কিলোমিটার যায়। গাড়িটি ৩.৫ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?

উত্তর : ১৯৪.২৫ কিলোমিটার।

 

আরো পড়ুন:

কোনো সিদ্ধান্ত ছাড়াই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা প্রশ্নে অনুষ্ঠিত সভা শেষ হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

রহমতুল্লাহ মডেল হাই স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় ৭৪ শতাংশ পাস করেছে

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা পরীক্ষা আগামী ১৯শে ডিসেম্বর শুরু হবে

এসএসসিএইচএসসি ফরম পূরণে বাড়তি ফি ফেরত না দিলে ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত: হাই কোর

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline