
দশমিক ভগ্নাংশ
১। কতটি ০.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়?
উত্তর : ১৯৫ টি।
২। ৬.৪৩ ী ১০ = কত?
উত্তর : ৬৪.৩।
৩। ০.০১ ী ১০০ = কত?
উত্তর : ১।
৪। ৫ টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন ০.৩ কেজি। ৫ টি কাপের ওজন একত্রে কত?
উত্তর : ১.৫ কেজি।
৫। একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে ০.০২ কিলোমিটার যায়। ৮ সেকেন্ডে কত কিলোমিটার যায়?
উত্তর : ০.১৬ কিলোমিটার।
৬। ৯.৪৫ ভাগ ১০০ = কত?
উত্তর : ০.০৯৪৫।
৭। ৫ জন শিক্ষার্থী ৪.৫ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে?
উত্তর : ০.৯ মিটার।
৮। ০.০২ ভাগ ৪ = ০.০০৫।
৯। একটি পাত্রে ০.৭২ লিটার দুধ আছে। ঐ দুধ ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে?
উত্তর : ০.২৪ লিটার।
১০। ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
উত্তর : ২.৫৪ সেন্টিমিটার।
১১। কোন দশমিক ভগ্নাংশকে ১০০ দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু কত ঘর বামে সরবে?
উত্তর : দুই ঘর।
১২। ০.০০৫ ভাগ ২০ = কত?
উত্তর : ০.০০০২৫।
১৩। ১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তর : ৩৯.৩৭ ইঞ্চি।
১৪। ০.০১ ী ০.০০২ ী ০.০০৫ = কত?
উত্তর : ০.০০০০০০১।
১৫। একটি গাড়ি ঘণ্টায় ৫৫.৫ কিলোমিটার যায়। গাড়িটি ৩.৫ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?
উত্তর : ১৯৪.২৫ কিলোমিটার।
আরো পড়ুন: