হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 25
241. হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর ধরে চলমান থাকে?
- সাধারণ জাবেদা সমন্বয় জাবেদা খতিয়ান
- লেনদেন সনাক্তকরণ সাধারণ জাবেদা খতিয়ান
- লেনদেন সনাক্তকরণ সাধারণ জাবেদা সমন্বয় জাবেদা
- প্রতিটি ধাপের কাজই সারা বছর ধরে চলমান থাকে
242. একঘরা নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে?
- ডেবিট উদ্বৃত্ত
- মোট মুনাফা
- ক্রেডিট উদ্বৃত্ত
- ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত
243. কম্পিউটার বিক্রয়ের জন্য ক্রেডিট করতে হবে কোন হিসাবকে?
- অফিস সরঞ্জাম হিসাব
- মনিহারি হিসাব
- বিক্রয় হিসাব
- আসবাবপত্র হিসাব
244. বছরান্তে সম্পত্তির অবচয় ধার্যের জন্য কোন ধরনের দাখিলার প্রয়োজন হয়?
- প্রারম্ভিক দাখিলা
- ভুল সংশোদনী দাখিলা
- সমন্বয় দাখিলা
- বিপরীত দাখিলা
245. পাস বই ও নগদান বইয়ের মধ্যে অমিল হওয়ার কারণ –
- তৃতীয় পক্ষ সরাসরি ব্যাংকে জমা দিলে
- ব্যাংকে জমা হয়েছে ও আদায় হয়েছে
- ইস্যু হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় নি
A,C
246. হিসাববিজ্ঞানের জনক বলা হয় কাকে?
- আর এন কার্টার
- এ ডব্লিউ জনসন
- জিওভান্নি এন্টোনিও ট্যাগলিয়েন্টি
- লুকা ডি প্যাসিওলি
247. কোন বই সংরক্ষণের জন্য খতিয়ানে ক্যাশ হিসাব, ব্যাংক হিসাব ও বাট্টা হিসাব প্রস্তুত করতে হয় না?
- জাবেদা বই
- নগদান বই
- রেওয়ামিল বই
- ক্রয় বই
248. যে চিঠির মাধ্যমে বিক্রেতাকে জানানো হয় যে তার হিসাবকে ফেরত মূল্যের দ্বারা ডেবিট করা হয়েছে তাকে কী বলে?
- পাওনালিপি
- দেনালিপি
- ক্রেডিট নোট
- চালান
249. বিক্রয় জাবেদায় লেখা হয় –
- নগদ বিক্রয়
- ধারে বিক্রয়
- নগদ ও ধারে বিক্রয
- সকল প্রকার বিক্রয়
250. খুচরা নগদান বইয়ের সুবিধা হল –
- সময় ও শ্রমের অপচয় দূর করে
- খুচরা খরচ নিয়ন্ত্রণ করা যায়
- খতিয়ানের কলেবর হ্রাস পায়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আরও পড়ুন :
হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 26
হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27
হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 28