হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 25

 

হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 25

241. হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর ধরে চলমান থাকে?

  1. সাধারণ জাবেদা সমন্বয় জাবেদা খতিয়ান
  2. লেনদেন সনাক্তকরণ সাধারণ জাবেদা খতিয়ান
  3. লেনদেন সনাক্তকরণ সাধারণ জাবেদা সমন্বয় জাবেদা
  4. প্রতিটি ধাপের কাজই সারা বছর ধরে চলমান থাকে

242. একঘরা নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে?

  1. ডেবিট উদ্বৃত্ত
  2. মোট মুনাফা
  3. ক্রেডিট উদ্বৃত্ত
  4. ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত

243. কম্পিউটার বিক্রয়ের জন্য ক্রেডিট করতে হবে কোন হিসাবকে?

  1. অফিস সরঞ্জাম হিসাব
  2. মনিহারি হিসাব
  3. বিক্রয় হিসাব
  4. আসবাবপত্র হিসাব

244. বছরান্তে সম্পত্তির অবচয় ধার্যের জন্য কোন ধরনের দাখিলার প্রয়োজন হয়?

  1. প্রারম্ভিক দাখিলা
  2. ভুল সংশোদনী দাখিলা
  3. সমন্বয় দাখিলা
  4. বিপরীত দাখিলা

245. পাস বই ও নগদান বইয়ের মধ্যে অমিল হওয়ার কারণ –

  1. তৃতীয় পক্ষ সরাসরি ব্যাংকে জমা দিলে
  2. ব্যাংকে জমা হয়েছে ও আদায় হয়েছে
  3. ইস্যু হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় নি

246. হিসাববিজ্ঞানের জনক বলা হয় কাকে?

  1. আর এন কার্টার
  2. এ ডব্লিউ জনসন
  3. জিওভান্নি এন্টোনিও ট্যাগলিয়েন্টি
  4. লুকা ডি প্যাসিওলি

247. কোন বই সংরক্ষণের জন্য খতিয়ানে ক্যাশ হিসাব, ব্যাংক হিসাব ও বাট্টা হিসাব প্রস্তুত করতে হয় না?

  1. জাবেদা বই
  2. নগদান বই
  3. রেওয়ামিল বই
  4. ক্রয় বই

248. যে চিঠির মাধ্যমে বিক্রেতাকে জানানো হয় যে তার হিসাবকে ফেরত মূল্যের দ্বারা ডেবিট করা হয়েছে তাকে কী বলে?

  1. পাওনালিপি
  2. দেনালিপি
  3. ক্রেডিট নোট
  4. চালান

249. বিক্রয় জাবেদায় লেখা হয় –

  1. নগদ বিক্রয়
  2. ধারে বিক্রয়
  3. নগদ ও ধারে বিক্রয
  4. সকল প্রকার বিক্রয়

250. খুচরা নগদান বইয়ের সুবিধা হল –

  1. সময় ও শ্রমের অপচয় দূর করে
  2. খুচরা খরচ নিয়ন্ত্রণ করা যায়
  3. খতিয়ানের কলেবর হ্রাস পায়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

আরও পড়ুন :

হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 26

হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27

হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 28

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline