হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27
261. মূলধন বৃদ্ধি পেলে —, হ্রাস পেলে — হয়।
- ক্রেডিট ক্রেডিট
- ডেবিট ক্রেডিট
- ডেবিট ডেবিট
- ক্রেডিট ডেবিট
262. তিনঘরা নগদান বইতে কোন সংক্রান্ত লেনদেনের জের টানা হয় না?
- ব্যাংক সংক্রান্ত
- নগদ সংক্রান্ত
- বাট্টা সংক্রান্ত
- সবগুলো
263. দুতরফা দাখিলা ব্যবসায় প্রতিটি লেনদেনেই একটি ক্রেডিট দাখিলার জন্য –
- একটি সমপরিমাণ টাকার ক্রেডিট দাখিলা হবে
- একটি সমপরিমাণ টাকার ডেবিট দাখিলা হবে
- একটি ডেবিট ও ক্রেডিট দাখিলা হবে
- কোন কোন ক্ষেত্রে কোন দাখিলা নাও থাকতে পারে
264. ‘বাট্টা প্রদান’ এর জাবেদা দাখিলা কোনটি?
- প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
- দেনাদার হিসাব ডেবিট প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট
- প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট
- প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
265. লেনদেনের ফলে প্রভাবিত হয় –
- সম্পদ
- দায়
- স্বত্বাধিকার
A,B,C
266. হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নগদ বলতে বোঝায় –
- ব্যাংকে জমা টাকা
- তাৎক্ষণিকভাবে হিসাবে জমা হয় এমন অর্থ
- মুদ্রা ও কাগজী টাকা
A,B,C
267. ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভুক্ত হবে –
- বিক্রয় হিসাবে
- বিক্রয় জাবেদায়
- আন্তঃফেরত হিসাবে
- আন্তঃফেরত জাবেদায়
268. শূন্য জের বলতে কী বোঝায়?
- জাবেদার দু’দিন মান হওয়া
- ক্রয় বইয়ের দু’দিক সমান হওয়া
- খতিয়ানের দু’দিক সমান হওয়া
- রেওয়ামিলের দু’দিক সমান হওয়া
269. অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন –
- দুঘরা নগদানে ডেবিট দিকে নগদে যাবে
- দুঘরা নগদানে ক্রেডিট দিকে ব্যাংকে যাবে
- এটি কন্ট্রা বা বিপরীত দাখিলা হবে
A,B,C
270. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো –
- লেনদেনের উৎস সম্পর্কে জানা
- সমস্যা বা ভুল হলে তার কারণ অনুসন্ধান
- লেনদেন সম্পর্কে চূড়ান্ত ধারণা লাভ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।