হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27

 

হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27

261. মূলধন বৃদ্ধি পেলে —, হ্রাস পেলে — হয়।

  1. ক্রেডিট ক্রেডিট
  2. ডেবিট ক্রেডিট
  3. ডেবিট ডেবিট
  4. ক্রেডিট ডেবিট

262. তিনঘরা নগদান বইতে কোন সংক্রান্ত লেনদেনের জের টানা হয় না?

  1. ব্যাংক সংক্রান্ত
  2. নগদ সংক্রান্ত
  3. বাট্টা সংক্রান্ত
  4. সবগুলো

263. দুতরফা দাখিলা ব্যবসায় প্রতিটি লেনদেনেই একটি ক্রেডিট দাখিলার জন্য –

  1. একটি সমপরিমাণ টাকার ক্রেডিট দাখিলা হবে
  2. একটি সমপরিমাণ টাকার ডেবিট দাখিলা হবে
  3. একটি ডেবিট ও ক্রেডিট দাখিলা হবে
  4. কোন কোন ক্ষেত্রে কোন দাখিলা নাও থাকতে পারে

264. ‘বাট্টা প্রদান’ এর জাবেদা দাখিলা কোনটি?

  1. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট
  2. দেনাদার হিসাব ডেবিট প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট
  3. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট
  4. প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট

265. লেনদেনের ফলে প্রভাবিত হয় –

  1. সম্পদ
  2. দায়
  3. স্বত্বাধিকার

266. হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নগদ বলতে বোঝায় –

  1. ব্যাংকে জমা টাকা
  2. তাৎক্ষণিকভাবে হিসাবে জমা হয় এমন অর্থ
  3. মুদ্রা ও কাগজী টাকা

267. ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভুক্ত হবে –

  1. বিক্রয় হিসাবে
  2. বিক্রয় জাবেদায়
  3. আন্তঃফেরত হিসাবে
  4. আন্তঃফেরত জাবেদায়

268. শূন্য জের বলতে কী বোঝায়?

  1. জাবেদার দু’দিন মান হওয়া
  2. ক্রয় বইয়ের দু’দিক সমান হওয়া
  3. খতিয়ানের দু’দিক সমান হওয়া
  4. রেওয়ামিলের দু’দিক সমান হওয়া

269. অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন –

  1. দুঘরা নগদানে ডেবিট দিকে নগদে যাবে
  2. দুঘরা নগদানে ক্রেডিট দিকে ব্যাংকে যাবে
  3. এটি কন্ট্রা বা বিপরীত দাখিলা হবে

270. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো –

  1. লেনদেনের উৎস সম্পর্কে জানা
  2. সমস্যা বা ভুল হলে তার কারণ অনুসন্ধান
  3. লেনদেন সম্পর্কে চূড়ান্ত ধারণা লাভ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline