হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 26

 

হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 26

251. ২০১০ সালের ১ জুন জনাব আলমের ১০,০০০ টাকা ব্যাংকে জমা ছিল। জনাব শাহীন থেকে ৫,০০০ টাকার চেক পাওয়া গেল এবং উক্ত চেক ৬ জুন জমা দেওয়া হল। ১০ জুন চেকটি প্রত্যাখ্যাত হল।জনাব আলমের ১০ জুন ব্যাংক উদ্বৃত্ত কত টাকা?

  1. টাকা ৫ ০০০ ডেবিট
  2. টাকা ১০ ০০০ ডেবিট
  3. টাকা ১০ ০০০ ক্রেডিট
  4. টাকা ১৫ ০০০ ক্রেডিট

252. ব্যাংকে না গিয়েও ব্যাংকের জের জানা যায় –

  1. খতিয়ানের মাধ্যমে
  2. নগদান বইয়ের মাধ্যমে
  3. রেওয়ামিলের মাধ্যমে

253. একঘরা নগদান বইতে কী ধরনের উদ্বৃত্ত হয়?

  1. ডেবিট
  2. ক্রেডিট
  3. ডেবিট ও ক্রেডিট
  4. আংশিক ডেবিট

254. যে চিঠির মাধ্যমে ক্রেতাকে ক্রেতার হিসাব ফেরতকৃত মূল্যে ক্রেডিট করা হয়েছে তাকে কী বলে?

  1. পাওনালিপি
  2. দেনালিপি
  3. ডেবিট নোট
  4. চালান

255. দুতরফা দাখিলার মাধ্যমে নিচের কোনটি জানা যায়?

  1. দেনা
  2. দেনা ও পাওনা
  3. নগদ তহবিল
  4. পাওনা

256. জনাব মামুনের পাওনা ৫,৩০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,১০০ টাকা দেয়া হলো। বাট্টা নগদান বইয়ে কীভাবে লিপিবদ্ধ করা হবে?

  1. ডেবিট পাশে নগদ কলামে
  2. ক্রেডিট পাশে বাট্টা কলামে
  3. ডেবিট পাশে বাট্টা কলামে
  4. ক্রেডিট পাশে ও ডেবিট পাশে বাট্টা কলামে

257. দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ডেবিট উদ্বৃত্ত –

  1. ব্যাংকে জমা টাকার পরিমাণ নির্দেশ করে
  2. নিট মুনাফা নির্দেশ করে
  3. মূলত কোনো কিছুই নির্দেশ করে না
  4. ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে

258. জাবেদা বইয়ের কোন দুর্বলতার জন্য খতিয়ান বই সংরক্ষণ করা হয়?

  1. ব্যবসায়ের ক্রয় বিক্রয় ব্যয় পাওনা দেনা ইত্যাদি জানা যায় না
  2. ব্যবসায়ের সামগ্রিক ফলাফল জনা যায় না
  3. ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি সহজতর হয় না
  4. এক নজরে ব্যবসায়ের সকল হিসাবের জের জানা যায় না

259. ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায় –

  1. রেওয়ামিল থেকে
  2. খতিয়ান খেতে
  3. জাবেদা থেকে
  4. প্রকৃত জাবেদা থেকে

260. অনগদ লেনদেন হলো –

  1. ক্রয় বাট্টা
  2. অবচয়
  3. বিক্রয়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

আরও পড়ুন :

হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27

হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 28

হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 29

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline