হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 26
251. ২০১০ সালের ১ জুন জনাব আলমের ১০,০০০ টাকা ব্যাংকে জমা ছিল। জনাব শাহীন থেকে ৫,০০০ টাকার চেক পাওয়া গেল এবং উক্ত চেক ৬ জুন জমা দেওয়া হল। ১০ জুন চেকটি প্রত্যাখ্যাত হল।জনাব আলমের ১০ জুন ব্যাংক উদ্বৃত্ত কত টাকা?
- টাকা ৫ ০০০ ডেবিট
- টাকা ১০ ০০০ ডেবিট
- টাকা ১০ ০০০ ক্রেডিট
- টাকা ১৫ ০০০ ক্রেডিট
252. ব্যাংকে না গিয়েও ব্যাংকের জের জানা যায় –
- খতিয়ানের মাধ্যমে
- নগদান বইয়ের মাধ্যমে
- রেওয়ামিলের মাধ্যমে
253. একঘরা নগদান বইতে কী ধরনের উদ্বৃত্ত হয়?
- ডেবিট
- ক্রেডিট
- ডেবিট ও ক্রেডিট
- আংশিক ডেবিট
254. যে চিঠির মাধ্যমে ক্রেতাকে ক্রেতার হিসাব ফেরতকৃত মূল্যে ক্রেডিট করা হয়েছে তাকে কী বলে?
- পাওনালিপি
- দেনালিপি
- ডেবিট নোট
- চালান
255. দুতরফা দাখিলার মাধ্যমে নিচের কোনটি জানা যায়?
- দেনা
- দেনা ও পাওনা
- নগদ তহবিল
- পাওনা
256. জনাব মামুনের পাওনা ৫,৩০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,১০০ টাকা দেয়া হলো। বাট্টা নগদান বইয়ে কীভাবে লিপিবদ্ধ করা হবে?
- ডেবিট পাশে নগদ কলামে
- ক্রেডিট পাশে বাট্টা কলামে
- ডেবিট পাশে বাট্টা কলামে
- ক্রেডিট পাশে ও ডেবিট পাশে বাট্টা কলামে
257. দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ডেবিট উদ্বৃত্ত –
- ব্যাংকে জমা টাকার পরিমাণ নির্দেশ করে
- নিট মুনাফা নির্দেশ করে
- মূলত কোনো কিছুই নির্দেশ করে না
- ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে
258. জাবেদা বইয়ের কোন দুর্বলতার জন্য খতিয়ান বই সংরক্ষণ করা হয়?
- ব্যবসায়ের ক্রয় বিক্রয় ব্যয় পাওনা দেনা ইত্যাদি জানা যায় না
- ব্যবসায়ের সামগ্রিক ফলাফল জনা যায় না
- ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি সহজতর হয় না
- এক নজরে ব্যবসায়ের সকল হিসাবের জের জানা যায় না
259. ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায় –
- রেওয়ামিল থেকে
- খতিয়ান খেতে
- জাবেদা থেকে
- প্রকৃত জাবেদা থেকে
260. অনগদ লেনদেন হলো –
- ক্রয় বাট্টা
- অবচয়
- বিক্রয়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আরও পড়ুন :
হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27
হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 28
হিসাবের-বইসমূহ – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 29