হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 29
281. ১৩,০০০ টাকায় পণ্য ক্রয় করে ১৪,০০০ টাকায় বিক্রয় করা হলে মূলধন হিসাবে কী পরিবর্তন আসবে?
- ২৭ ০০০ টাকা বৃদ্ধি পাবে
- ১৪ ০০০ টাকা হ্রাস পাবে
- ১৩ ০০০ টাকা বৃদ্ধি পাবে
- ১ ০০০ টাকা বৃদ্ধি পাবে
282. নগদান বই কাজ করে –
- জাবেদা ও খতিয়ানের
- খতিয়ান ও রেওয়ামিলের
- রেওয়ামিল ও আর্থিক বিবরণীর
283. জার্নাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ফরাসি
- ইতালি
- যুক্তরাজ্য
- ল্যাটিন
284. কোনটির মাধ্যমে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ ও বাস্তবায়ন সম্পন্ন হয়?
- জাবেদা বই
- নগদান বই
- খতিয়ান বই
- আন্তঃফেরত বই
285. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য কোনো সম্পত্তি ক্রয় করলে অথবা ব্যবসায়ের কোনো খরচ প্রদান করলে তার জন্য –
- দায় হিসাব ক্রেডিট করতে হবে
- সম্পদ হিসাব ডেবিট করতে হবে
- মূলধন হিসাব ক্রেডিট করতে হবে
- উত্তোলন হিসাব ডেবিট করতে হবে
286. ব্যবসায়ের মূল চালিকা শক্তি হল –
- শ্রমিক
- ব্যবস্থাপনা
- নগদ অর্থ
- আসবাবপত্র
287. ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতিকে কী বলা হয়?
- হিসাববিজ্ঞানের স্বর্ণসূত্র
- হিসাববিজ্ঞানের আধুনিক কৌশল
- সর্বজন স্বীকৃত নীতি
- লিপিবদ্ধকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশল
288. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে নিচের কোন এটি সামঞ্জস্যপূর্ণ?
- এর দুটি পক্ষ থাকে
- এর দুটি হিসাব খাত থাকে
- এর একজন দাতা ও অন্যজন গ্রহীতা থাকে
A,B,C
289. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন। কারণ এ পদ্ধতিতে –
- লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব
- লেনদেনের নিঁখুত ফলাফল পাওয়া যায়
- এতে হিসাবরক্ষণে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
A,B
290. সকল লেনদেনের চূড়ান্ত গন্তব্যস্থল কোনটি?
- আর্থিক অবস্থার বিবরণী
- সাধারণ জাবেদা
- বিশেষ জাবেদা
- খতিয়ান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।