হিসাবের-বইসমূহ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 28
271. কোনো খতিয়ান হিসাবের উভয় দিক আপনা-আপনি সমান হয়ে গেলে হিসাবটিকে কী বলা হয়?
- সুষম
- ব্রেক ইভেন
- সমতাপ্রাপ্ত
- আদর্শমান অর্জন
272. নিম্নের কোন হিসাবগুলো সাধারণত ডেবিট উদ্বৃত্ত দেখায়?
- সম্পত্তি খরচ ও আয়
- সম্পত্তি খরচ ও মালিকানাস্বত্ব
- সম্পত্তি দায় ও উত্তোলন
- সম্পত্তি খরচ ও উত্তোলন
273. নগদান বই খতিয়ান হওয়ার কারণ কী?
- এটি লেনদেন লেখার প্রাথমিক হিসাবের বই
- নগদান বই হতে খতিয়ান হিসাবে হিসাব তোলা হয়
- খতিয়ান হিসাবের মত নগদান বইয়ের উদ্বৃত্ত নির্ণয় করা হয়
- এটি লেনদেনের সর্বশেষ বই
274. নগদান বইয়ের ব্যালেন্সের সাথে হাতে নগদ তহবিল মেলানোর সাথে –
- কারবারের জমা-খরচের পরিমাণ জানা যায়
- তহবিল তছরুপ ও ভুলভ্রান্তি সহজে ধরা পড়ে
- নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পায়
- ক্যাশ বাক্সে নগদ অর্থ রাখতে হয় না
275. কোন বইকে হিসাব বই – এর রাজা বলা হয়?
- জাবেদা বই
- নগদান বই
- খতিয়ান বই
- আর্থিক বিবরণী
276. জাবেদায় হিসাবচক্রের কোন ধাপটি সম্পন্ন হয়?
- লেনদেন চিহ্নিতকরণ
- লেনদেন লিপিবদ্ধকরণ
- লেনদেন বিশ্লেষণ
- সংক্ষেপণ
277. C/F – এর পূর্ণরূপ কী?
- Carr1ed For
- Carry1ng Forward
- Carr1ed Forward
- Carr1ed Forward
278. নিট ক্ষতির জন্য সমাপনী জাবেদা হবে কোনটি?
- নিট ক্ষতি ডেবিট মূলধন হিসাব ক্রেডিট
- মূলধন হিসাব ডেবিট নিট ক্ষতি ক্রেডিট
- লাভ-লোকসান হিসাব ডেবিট নিট ক্ষতি ক্রেডিট
- নিট ক্ষতি ডেবিট উদ্বর্তপত্র ক্রেডিট
279. জাবেদাকে বলা হয় –
- হিসাবের পাকা বই
- হিসাবের প্রাথমিক বই
- হিসাবের চূড়ান্ত বই
- লেনদেনের সপক্ষে দলিল
280. ব্যক্তিবাচক হিসাব প্রকাশ করে –
- ডেবিট উদ্বৃত্ত
- ক্রেডিট উদ্বৃত্ত
- ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্ত
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।