📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিখ্যাত চিত্রকর্ম

১। মোনা লিসা (ভুলভাবে মোনালিসা) (ইংরেজী:Mona Lisa) :

মোনা লিসা
মোনা লিসা

মোনা লিসা। একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম। ইতালীর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ১৬ শতকে এই ছবিটি অংকন করেন। ধারণা করা হয়, বিখ্যাত এই ছবিটি মোনা লিসার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ স্মরণে অঙ্কিত হয়। অনেক শিল্প-গবেষক রহস্যময় হাসির এই নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন।
চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। এর একমাত্র কারণ মোনা লিসার সেই কৌতূহলোদ্দীপক হাসি যেটি পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি ১৫০৩ থেকে ১৫০৬ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর ওপর মোনা লিসার এই ছবিটি আঁকেন। । এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সবসময় এটিকে সঙ্গেই রাখতেন। বর্তমানে এটি প্যারিস শহরের ল্যুভ জাদুঘরে রাখা আছে।

২। দ্য লাস্ট সাপার :

 দ্য লাস্ট সাপার
দ্য লাস্ট সাপার

দ্য লাস্ট সাপার ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম । মোনালিসার পর এই ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়। ধারণা করা হয় ১৪৯৫-১৪৯৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা

ছবিটির প্রাথমিক বিষয়বস্তু হলেন যিশুখ্রিষ্ট ও তাঁর বারোজন শিষ্য একত্রে নৈশভোজ সারছেন। খ্রিষ্টীয় ধারণানুযায়ী যিশুখ্রিষ্ট তাঁর বারোজন শিষ্যকে নিয়ে মৃত্যুর আগে যে শেষ নৈশভোজ সারেন তাই যিশুর শেষ নৈশভোজ নামে পরিচিত। নৈশভোজে যিশু ঘোষণা করেন এই শিষ্যদেরই একজন পরদিন তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করবে। আলোচ্য চিত্রে ফুটে ওঠেছে যিশু তার শিষ্যদেরকে এই কথাটি বলছেন আর তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করছে কে সে বিশ্বাসঘাতক।
ছবিতে যিশুর বারোজন শিষ্যকে তিনজনের একেকটা দলে ভাগ করে উপস্থাপন করা হয়েছে আর যিশুকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন যিশু সম্পূর্ণ মাঝখানে আলাদাভাবে উপস্থাপিত হয়েছেন। এই চিত্রটি তেরোজন পুরুষের একটি চিত্রকর্ম। লিওনার্দো দা ভিঞ্চি এ ছবিতে যিশুর মুখ ফুটিয়ে তোলার জন্য দীর্ঘ সময় নিয়েছিলেন বলে শোনা যায়, যাতে যিশুর মুখে অভিব্যক্তিহীন একটা আবহ ফুটিয়ে তোলা যায়।

৩। দ্য স্কুল অফ এথেন্স :

 দ্য স্কুল অফ এথেন্স
দ্য স্কুল অফ এথেন্স

দ্য স্কুল অফ এথেন্স রেনেসাঁ যুগের একটি বিখ্যাত চিত্রকর্ম। চিত্রকর্মটি করেছেন চিত্রকর রাফায়েল ১৫১০-১৫১১ খ্রিস্টাব্দের মাঝা-মাঝি সময়ে।এটিকে রাফায়েলের অন্যতম একটি উল্লেখযোগ্য কর্ম হিসেবে গণ্য করা হয় বিশেষত এটার উচ্চমার্গীয় আত্মিক দিক সম্পর্ক বিবেচনা করে।
এটি সংরক্ষিত করা আছে পোপের নিজ বাসভবনে। এটি ঝুলানো আছে লা ডিসপোটার ঠিক উল্টা দিকের দেয়ালে। পোপের একটি কামড়া রাখা আছে শুধুমাত্র রাফায়েলের জন্য, এখানে তার অনান্য চিত্রকর্ম গুলোর সাথে এটি স্থান পেয়েছে।
রাফায়েল পোপ ২য় জুলিয়াসের নির্দেশে এই ক্যানভাসটি করেছিলেন তার আবাস কক্ষে।

বিখ্যাত চিত্রকর্ম ও চিত্রশিল্পী

La Giocondaচিত্রকর্মটি কার আঁকা? লিওনার্দো দ্য ভিঞ্চি ।
গোয়ার্নিকোকার বিখ্যাত চিত্রকর্ম ? পাবলো পিকাসো ।
গোয়ার্নিকা কার বিখ্যাত চিত্রকর্ম? পাবলো পিকাসো(স্পেন)
দি ম্যাডোনা এন্ড চাইল্ডকার বিখ্যাত চিত্রকর্ম? মাইকেল অ্যান্জেলা ।
দি লাস্ট সাপারচিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দ্য ভিঞ্চি ।
দি হোলি ফ্যামিলিকার বিখ্যাত চিত্রকর্ম? মাইকেল অ্যান্জেলা ।
পাবলো পিকাসো কোন দেশের বিখ্যাত চিত্রকর? স্পেনের ।
বিখ্যাত চিত্রকর,ভাস্কর ও কবি মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের? ইতালির
বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দ্য ভিঞ্চি
ভারতের পিকাসো হিসেবে খ্যাত চিত্রশিল্পী কে? মকবুল ফিদা হুসেন
ভিলা অন দ্য নিভেল চিত্রকর্মটি কার? ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের
মেডোনা-৪৩ চিত্রটি কার আঁকা?  জয়নুল আবেদীন ।
মোনালিসা চিত্রকর্মটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? দ্য ল্যুভর মিউজিয়াম(ফ্রান্স)
ম্যাডোনা অব দ্য ইয়ান উইভারচিত্রকর্মটির চিত্রকর কে ? লিওনার্দো দ্য ভিঞ্চি ।
ম্যাডোনা-৪৩ চিত্রটি কিসের ভিত্তি করে আকাঁ? দূর্ভিক্ষ
লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের চিত্রকর? ইতালির
সানফ্লাওয়ার চিত্রটির চিত্রকর কে? ভিনসেন্ট ভ্যাণগগ(নেদারল্যান্ড)
সানরাইজচিত্রকর্মটির চিত্রকর কে?  ক্লদ মোনে ।
সিসটাইন চ্যাপেলের ছাদের নকশা,দ্যা হোলি ফ্যামিলি,দ্যা ম্যাডোনা এন্ড চাইল্ড চিত্রকর্ম গুলি কার? মাইকেল অ্যাঞ্জেলার
সূর্যালোকে নগ্নমূর্তিকার বিখ্যাত চিত্রকর্ম? পিয়েরে অগুস্ত রেনোয়া ।
যামিনী রায় (১৮৮৭-১৯৭২)
১. যামিনী রায়ের জন্ম ১৮৮৭ সালে।
২. কোন গ্রামে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বেলিয়াতোড় গ্রামে।
৩. হাতি, ঘোড়া, পাখি, বিড়াল, পুতুলের ছবি আঁকতেন যামিনী রায়।
৪. ছবি আঁকার প্রয়োজনীয় রঙ নিজেই তৈরি করতেন।
৫. যামিনীর রায় রঙ সংগ্রহ করতেন নানা বর্ণের মাটি ও গাছ-গাছালি থেকে।
৬. অল্প বয়সে নাম ছড়িয়ে পড়ে যামিনী রায়ের
৭. দেশের বাইরে চিত্র প্রদর্শনী হয় আমেরিকা, লন্ডন, প্যারিস।
৮. অতুলনীয় কাজের মধ্যে মা ও শিশু; কৃষ্ণলীলা, তিনকন্যা, সাঁওতাল, মা ও ছেলে, গনেশ, জননী, কীর্তন, দুই নারী।
৯. যামিনী রায় মৃত্যুবরণ করেন ৮৫ বছর বয়সে।
১০. কত তারিখ ১৯৭২ সালের ২৪ এপ্রিল।
পাবলো পিকাসো (১৮৮১-১৯৭৩)
১. পাবলো পিকাসোর জন্ম ২৫ অক্টোবর ১৮৮১ সালে।
২. কোন জায়গায় স্পেনের মালাগা শহরে।
৩. ছবি আঁকার হাতেখড়ি বাবার কাছ থেকে; শিশুকালে।
৪. প্রথম ছবি আঁকা শুরু কত বছর বয়সে ৩ বছর বয়সে।
৫. কোথায় ছবি আঁকতেন পেন্সিল কাঠ কয়লা দিয়ে কাগজ বা মেঝেতে
৬. বিখ্যাত ছবি গুয়ের্নিকা, তিন নর্তকী দিগ্রেসেস, গার্ল বিফোর মিরর, একারেডিও নিস্ট, ইয়ং রেডিজ এভিগনন।
৭. ছবি আঁকা ছাড়াও কী করতেন ভাস্কর্য, কারুশিল্প, মঞ্চসজ্জা, বই-এর অলঙ্করণ, পোশাক পরিকল্পনা, পোস্টার, এচিং, লিথোগ্রাফ।
৮. কে শুধু শিল্পীই নন; কবিও ছিলেন পাবলো পিকাসো।
৯. মৃত্যু কত সালে; কত তরিখ ১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সে
১০. কার জীবনটাই এক বিরাট শিল্প পাবলো পিকাসো।
ভিনসেন্ট ভ্যানগগ (১৮৫৩-১৮৯০)
১. ভ্যানগগের জন্ম কত সাল পর্যন্ত ১৯৫৩
২. জন্ম কোন জেলায় হল্যান্ড; ভ্যানগগ গ্রামে।
৩. ভ্যানগগ-এর জন্ম কত তারিখ ৩০ মার্চ ১৮৫৩
৪. ভ্যানগগের পিতা দরিদ্র/ পেশা পাদ্রী অথবা পাদরী
৫. ভ্যানগগের ছোটভাই ছিলেন থিও; অবস্থান প্যারিসে।
৬. ভ্যানগগ চিত্রশিল্পীর জীবন শুরু করেন ২৭ বছর বয়সে
৭. ছবি আঁকায় সহায়তা করেন ছোটভাই/ থিও
৮. জীবদ্দশায় ছবি বিক্রি হয় ২ খানা
৯. পোস্টম্যান ছবিটি কার আঁকা ভ্যানগগ
১০. বিখ্যাত ছবি সূর্যমুখী ফুল
১১. ভ্যানগগের মুখ দেখতে ছিল কুিসত
১২. কত বছর জীবিত ছিলেন ৩৭ বছর
১৩. ইহধাম ত্যাগ করেন ১৮৯০
১৪. কুিসত মুখের/চেহারার জন্য আত্মহত্যা করেন ভ্যানগগ।
নন্দলাল বসু
১. নন্দলাল বসুর জন্ম সাল ১৮৮২
২. শিল্পচার্য নন্দলাল বসুর জন্ম মুঙ্গের খড়গপুরে
৩. শিল্পাচার্য কার উপাধি? নন্দলাল বসু
৪. নন্দলাল বসুর পিতার নাম পূর্ণচন্দ্র বসু।
৫. ছেলেবেলা থেকেই চিক্রকলার প্রতি আকর্ষণ প্রবল নন্দলাল বসুর
৬. মাটিদিয়ে দেবদেবীর মূর্তিসহ পুতুল তৈরি করতেন নন্দলাল বসুর
৭. নন্দলাল বসুর আর্ট স্কুলের নাম কলকাতা/কলকাতা আর্ট স্কুল
৮. নন্দলালের সাহায্যে কলকাতা আর্ট স্কুলে ভর্তির সুযোগ পান অবনীন্দ্রনাথ ঠাকুর
৯. নন্দলাল বসুর আর্ট স্কুল ছেড়ে দেন ১৯০২ সালে
১০. কার আহ্বানে নন্দলাল আর্ট স্কুল ছাড়েন? অবনীন্দ্রনাথ ঠাকুর
১১. নন্দলাল বসুর বোনের নাম নিবেদিতা
১২. নিবেদিতার বইটির নাম হিন্দু বৌদ্ধপুরা কাহিনী
১৩.কত সালে জোড়াসাকোর ঠাকুরবাড়িতে বিচিত্রা সংঘ প্রতিষ্ঠা হয় ১৯১৬ সালে
১৪. শিল্পকলার শিক্ষক হিসেবে যোগদান করেন নন্দলাল বসুর
১৫. শান্তিনিকেতন-এর দেয়ালচিত্র এঁকে বিশেষ খ্যাতি পান নন্দলাল বসু
১৬. শেষ জীবনে কে তুলি কালি এবং ছাপচিত্রের প্রতি বিশেষ মনোযোগী হন ? নন্দলাল বসু
১৭. নন্দলাল বসুর বিখ্যা ছবি কৈকয়ী, সাঁওতালদের শস্য বপন।
১৮. ভারত সরকার কাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? নন্দলাল বসুকে
১৯. কত সালে ১৯৬৪
২০. নন্দলাল বসুর সৃষ্টি হরিপুর দেয়ালচিত্র।
২১. পরলোক করেন কোথায়, কতসালে শান্তি নিকেতনে, ১৯৬৬
অবনীন্দ্রনাথ ঠাকুর
১. অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল ১৮৭১ সালে
২. কলকাতার বিখ্যাত জোড়াসাকোর ঠাকুরবাড়িতে জন্ম অবনীন্দ্রনাথ
৩. ছোটবেলায় যে কেউ ছবি আঁকার প্রতি আকর্ষণ ছিল কার অবনীন্দ্রনাথ ঠাকুরের
৪. পিতার নাম গুণেন্দ্রনাথ
৫. আর্ট স্কুলের শিক্ষার্থী ছিলেন? গুণেন্দ্রনাথ
৬. ১৮৯৮ সালে কলকাতা আর্ট স্কুলের অধ্যক্ষের নাম হ্যাভেল
৭. ১৮৯৮ সালে কলকাতা আর্ট স্কুলে সহঃঅধ্যক্ষ পদে যোগদেন কে? অবনীন্দ্রনাথ
৮. শিল্পগুরু রূপে জীবন শুরু করেন কত সালে? ১৯০৫
   
   

0 responses on "বিখ্যাত চিত্রকর্ম"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved