40 তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি
সড়ক দুর্ঘটনা সম্পর্কিত তথ্য
টপিক ১: সড়ক দূর্ঘটনা।
::WHO এর মতে,
১।বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু ঘটে, বছরে এ সংখ্যা ২০০০০ এরও বেশি।
২।এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১২ টি দেশের মধ্যে প্রতি ১০০০০ যানবাহনে বাংলাদেশে নিহতের হার সর্বোচ্চ এবং এ সংখ্যা ১৬৯ জন।
::বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের মতে,
১।সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে বছরে গড়ে ১২০০০ লোক নিহত ও ৩৫০০০ লোক আহত হয়।
২।মহাসড়কের ৪% এলাকায় ৩৫% দুর্ঘটনা ঘটে, যার ফলে বার্ষিক ক্ষয় ক্ষতির পরিমাণ ৭০০০ কোটি টাকা।
৩।সড়ক দুর্ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমাণ জিডিপির ২%।
::বাংলাদেশ যাত্রী কল্যাণ সংস্থার মতে,
২০১৪ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৮৫৮৯ জন নিহত ও ১৭৫২৪ জন আহত হয়।যদিও পুলিশের হিসাবে নিহতের সংখ্যা ছিল ২০৬৭ জন।
::২০১৫ সালে ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২৫০ জন প্রাণ হারিয়েছে।
::পুলিশের FIR রিপোর্ট অনুযায়ী বিগত সময়গুলোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে হতাহতের চিত্রঃ
সাল – দুর্ঘটনার সংখ্যা – নিহত – আহত
২০০৪ ৩৯১৭—————২৯৬৮—-২৭৫২
২০০৮—–৪৪২৭
৩৭৬৫—৩২৮৪
২০১২—–২৬৩৬—————২৫৩৮—২১৩৪
২০১৪—–২০২৭
–২০৬৭—১৫৩৮
————–
::প্রতি বছরে গড়ে ঘটেছে ৪১৫২টি দূর্ঘটনা। প্রতিটি দূর্ঘটনায় গড়ে ২ লাখ টাকা ক্ষতি হলে প্রতি বছরে ক্ষতি হয ৮৩.০৪ কোটি টাকা।
::দেশের মোট সড়ক দুর্ঘটনার তিন ভাগের মধ্যে দুই ভাগই ঘটছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলিতে।
::রেজিস্ট্রেশনপ্রাপ্ত পরিবহনের বিপরীতে দেশে অবৈধ চালকের সংখ্যা প্রায় ৫ লাখ। অর্থাৎ মোট চালকের ৬১ ভাগেরই নেই কোন বৈধ লাইসেন্স। গত ১৫ বছরে সড়ক দুর্ঘটনায় দেশে প্রাণ হারিয়েছেন ৫৫ হাজার মানুষ। ২০০৯ সালে শুধু ঢাকাতেই ৩২৪ জন প্রাণ হারান।
::সড়ক দুর্ঘটনায় মৃতদের ৬০% কর্মক্ষম জনগোষ্ঠীর অংশ এবং ২০% এর বয়স ১৬ বছরের নীচে।
::দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগে আসা মোট রোগীর ৫৬% ই সড়ক দুর্ঘটনার শিকার।
::ত্র্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থায় দুর্ঘটনার ৬৪% সংঘটিত হয় গ্রামাঞ্চলের সড়কে। আর গ্রামাঞ্চলের ৭০-৮০% দুর্ঘটনা ঘটে মহাসড়কগুলোতে।
আরো পড়ুন:
ঢাকার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুবান্ধব নয়
সেশনজটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে, ডোপ টেস্টের প্রস্তাব অবহেলায়
0 responses on "৩৮ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি,সড়ক দুর্ঘটনা সম্পর্কিত তথ্য"