
২০১৬ খ্রিস্টাব্দের বিএ (সম্মান) পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
তাদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২ জন ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও রায়হানা হোসেন বৃত্তি’ এবং অন্যান্য বিভাগের ৩ জন শিক্ষার্থী ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড, গোপালগঞ্জ বৃত্তি’ লাভ করেছেন।
মঙ্গলবার (১৪ই নভেম্বর) উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো: রেদোয়ানুল করিম, হোমায়রা বুশরা, মো: তাজমুল হাসান, সোনিয়া আক্তার এবং উত্তম ম-ল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়া রহমান এবং সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।
আরো পড়ুন: