ডাচ্-বাংলা ব্যাংক, তার সামাজিক কল্যাণ কার্যক্রমের আওতায়, দেশের বিভিন্ন শিক্ষালয়ের উচ্চ মাধ্যমিক, ও স্নাতকসহ বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় ২০১৭ সালের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে।
বৃত্তির জন্য আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে তুলে দেওয়া হলোঃ
বৃত্তির পরিমাণ ও সময়কালঃ
শিক্ষার স্তরঃ স্নাতক
সময়কালঃ ৩-৫ বছর (নবায়নযোগ্য)
মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা
বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৫০০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা
বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা (এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায়)
- সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
- সিটি কর্পোরেশন এলাকার বাইরের/ গ্রামাঞ্চলের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
বৃত্তির অন্যান্য নীতিমালাঃ
- যে সকল ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতিত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
- গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।
আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
http://app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরম এর সাথে যেটি যা সংযুক্ত করতে হবে সেগুলো হলোঃ
নতুন আবেদনকারীদের ক্ষেত্রেঃ
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি।
- এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।
নতুন আবেদনকারীদের ক্ষেত্রেঃ
- এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।
বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন শুরুর তারিখঃ ২৫ জুলাই ২০১৭
আবেদনের শেষ তারিখঃ ২৬ আগস্ট ২০১৭
ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ২৮ আগস্ট ২০১৭
প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ২৯ আগস্ট ২০১৭ – ১৪ সেপ্টেম্বর ২০১৭।
বিদ্রঃ
- সরাসরি / ডাকযোগে / কুরিয়ারে প্রেরিত কোন আবেদন গ্রহণযোগ্য হবেনা।
- যে সকল শিক্ষার্থী ডাচ্ বাংলা শিক্ষা বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষে যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়/কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে।
ডাচ্-বাংলা ব্যাংক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক / সমমান শিক্ষাবৃত্তি ২০১৭ এর বিজ্ঞপ্তি
আরো দেখুনঃ
0 responses on "ডাচ্-বাংলা ব্যাংক এইচএসসি / সমমান শিক্ষাবৃত্তি ২০১৭ যেভাবে আবেদন করবেন"