📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

স্ট্যান্ডার্ড ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পিইসিই/জেএসসি/এসএসসি পাশ শিক্ষার্থীদের জন্য

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সমগ্র দেশব্যাপী “শিক্ষাবৃত্তি-২০১৭’ প্রদান করতে যাচ্ছে। এর আওতায় ২০১৬ সালের পিইসিই/জেএসসি/এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সমগ্র দেশব্যাপী “শিক্ষাবৃত্তি-২০১৭’ প্রদান করতে যাচ্ছে। এর আওতায় ২০১৬ সালের পিইসিই/জেএসসি/এসএসসি (ssc) বা মাধ্যমিকি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। এই বৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

বৃত্তির মেয়াদঃ ১ বছর (এককালীন/মাসিক প্রদেয়)

বৃত্তির শিক্ষাস্তর ও পরিমানঃ

  • শিক্ষাস্তরঃ পিইসিই/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমানঃ ৮০০/- টাকা – বাৎসরিক এককালীনঃ ৯,৬০০/- টাকা
  • শিক্ষাস্তরঃ জেএসসি/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমানঃ ১,০০০/- টাকা – বাৎসরিক এককালীনঃ ১২,০০০/- টাকা
  • শিক্ষাস্তরঃ এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমানঃ ১,২০০/- টাকা – বাৎসরিক এককালীনঃ ১৪,৪০০/- টাকা

আবেদনের যোগ্যতাঃ

  • আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আর্ন ১,২০,০০০/- টাকার নীচে হতে হবে।
  • আবেদনকারী/শিক্ষার্থীর ফলাফল (পিইসিই/জেএসসি/এসএসসি (ssc) বা মাধ্যমিকি) ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতীত) হতে হবে। তবে অটিজমে আক্রান্ত আবেদনকারীর/শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • অন্য কোন বেসরকারী উৎস থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীগণ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না এবং এ সংক্রান্ত কোন তথ্য গোপন করা হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্র প্রাপ্তির স্থানঃ

স্ট্যান্ডার্ড ব্যাংকের যে কোন শাখা অথবা ব্যাংকের ওয়েবসাইট www.standardbankbd.com এ বৃত্তির ফরম পাওয়া যাবে।

বৃত্তির জন্য আবেদনপত্র জমাদানের তারিখ ও স্থানঃ

আবেদনপত্র আগামী ২২ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে পাবলিক রিলেশন্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স বিভাগ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ইসলাম চেম্বার (১১ তলা), ১২৫ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায় ডাক/কুরিয়ারযোগে প্রেরণ করা যাবে।

স্ট্যান্ডার্ড ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি – ২০১৭ এর বিজ্ঞপ্তি

 

আরো পড়ুন:

সাত সরকারি কলেজের ২০১৬ খ্রিস্টাব্দের ডিগ্রি স্থগিতকৃত গণিত পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালেয়ের অধিভুক্ত সাত কলেজের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

ডিগ্রি ও অনার্স শেষ বর্ষের ২৬ থেকে ২৯ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে

ঈদ উল আযহার আগের দেশের সব মাদ্রাসার ফাযিল পরীক্ষা স্থগিত করা হয়েছে

   
   

0 responses on "স্ট্যান্ডার্ড ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পিইসিই/জেএসসি/এসএসসি পাশ শিক্ষার্থীদের জন্য"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved