প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে যারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ/সমমান শ্রেণিতে অধ্যয়নরত তাদেরকে শিক্ষা বৃত্তি দেবে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়)।
আবেদনের যোগ্যতাঃ
- আবেদনকারীকে ২০১৭ সালে এসএসসি (ssc) বা মাধ্যমিকি অথবা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হয়ে দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ অথবা সমমান অথবা ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরত থাকতে হবে। তবে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর সন্তানগণ জিপিএ-৪ প্রাপ্ত হলেও আবেদন করতে পারবে।
- বিদেশে বৈধভাবে গমনকারী/বৈধভাবে কর্মরত কর্মীর সন্তানগণ (প্রত্যাগত কর্মী ও মৃতকর্মীসহ) শিক্ষা বৃত্তির আবেদন করতে পারবে।
সুবিধাদিঃ
- এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ২ বছর এবং ডিপ্লোমা শ্রেণির ক্ষেত্রে ৪ বছর মাসিক ১৫০০/- টাকা হারে বৃত্তি প্রদান করা হবে।
- বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই ক্রয়সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসেবে একাদশ ও দ্বাদশ ২ বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের ৪ বছর ৩,০০০/- টাকা করে প্রদান করা হবে/
আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০১৭।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য সরকারি শিক্ষাবৃত্তি ২০১৭ এর বিস্তারিত তথ্য
বৃত্তি সংক্রান্ত ওয়েবসাইটের ঠিকানাঃ www.wewb.gov.bd
আরো পড়ুন:
0 responses on "প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য সরকারি শিক্ষাবৃত্তি"