বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের নবীনবরণ আগামী ২ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এটি নিশ্চিত করেছেন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই দিন সকাল সাড়ে ১০টায় নবীনবরণ অনুষ্ঠিত হবে। অনুষদভিত্তিক নবীনবরণ অনুষদীয় ডিনের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।
হলভিত্তিক নবীনবরণ আগামী ৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় বিভিন্ন হলে অনুষ্ঠিত হবে।
নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩ জানুয়ারি বুধবার থেকে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
0 responses on "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ আগামী ২ জানুয়ারি"