বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬টি অঞ্চলের ২৩৩টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতি ছিল ৭২.৪৯ শতাংশ। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, কমিটির সদস্যসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে প্রায় ২৫ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেছেন। এবার ১২০০ সিটের বিপরীতে মোট ১২ হাজার ২১২ জন আবেদনকারীকে মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিকতে চতুর্থ বিষয় বাদে ৯.৬৭ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো ছিল। অতীতে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস হয়নি ভবিষ্যতেও ফাঁস হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
আরো পড়ুন:
0 responses on "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত"