
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) প্রথম অপেক্ষমাণ তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি সম্পন্ন হয়েছে।
প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ৪টি অনুষদে মোট ৪২৮টি শূন্য আসনের বিপরীতে সোমবার মোট ৩৮৬ জন ভর্তি হয়েছে। এখনও আসন শূন্য রয়েছে ৪২টি ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, এক হাজার ২০০ সিটের বিপরীতে মেধা ও প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে এ পর্যন্ত মোট এক হাজার ১৫৮ জন ভর্তি হয়েছে।
বাকি আসনে মেধা ও প্রদত্ত অপশন অনুযায়ী অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা আগামী ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.bau.edu.bd প্রকাশ করা হবে।
আরো পড়ুন: