বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2051
20501. উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: চৈত্রের সময় লালপুর গিয়ে রাজীব দেখল সেখানকার মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়েছে। >> উক্ত ঘটনার ফলে প্রকৃতি কীরূপ হবে?
- আর্দ্র
- শুষ্ক
- রুক্ষ
- সতেজ
20502. উক্ত ঘটনার ফল হলো –
- অগ্নিকান্ডের উপদ্রব বেড়ে যায়
- মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পায়
- দুর্ভিক্ষ দেখা দেয়
A,C
20503. ঘূর্ণিঝড়ে বায়ুচাপ কেমন –
- কেন্দ্রে উচ্চচাপ
- চারপাশে উচ্চচাপ
- কেন্দ্রে নিম্নচাপ
B,C
20504. খরা নিয়ন্ত্রণ করা যায় –
- বৃক্ষরোপণ
- টিউবওয়েল বসিয়ে
- ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে
A,C
20505. ১৭৬২ সালের ভূমিকম্পের মাত্রা কত ছিল?
- 7.5
- 5.7
- 6.5
- 8.5
20506. বন্যার জন্য দায়ী কত শতাংশ পানি দেশের প্রধান তিনটি নদী নিয়ে আনে?
- 0.7
- 0.8
- 0.9
- 1
20507. বাংলাদেশের প্রধান ৩টি নদীর উৎপত্তিস্থল কোন দেশগুলো?
- চীন নেপাল ভারত ও ভুটান
- মালদ্বীপ নেপাল ভারত ও ভুটান
- ভারত
20508. প্রধান ৩টি নদী বন্যার জন্য দায়ী কত শতাংশ বানি বহন করে?
- ৮০ শতাংশ
- ৭০ শতাংশ
- ৯০ শতাংশ
- সম্পূর্ণ পানি
20509. বাংলাদেশের নদীভাঙন –
- একটি বিশেষায়িত প্রক্রিয়া
- একটি চলমান প্রক্রিয়া
- একটি প্রাকৃতিক প্রক্রিয়া
B,C
20510. অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে –
- মাটির আর্দ্রতা কমে যায়
- মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় থাকে না
- মাটি রুক্ষরূপ ধারণ করে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2052
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2053
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2054
0 responses on "বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2051"