বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2054
20531. কেন বর্ষাকালে ঘূর্ণিঝড় সংঘটিত হয়?
- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে
- উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর কারণে
- দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুর কারণে
- উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে
20532. বন্যা দেশের কোন ধারাটি ব্যাহত করে?
- প্রগতির ধারা
- উন্নয়নের ধারা
- স্বাভাবিক জীবনধারা
B,C
20533. প্রতি বছর কত মানুষ প্রত্যক্ষভাবে নদীভাঙনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়?
- ১০ লক্ষ
- ১৫ লক্ষ
- ২০ লক্ষ
- ৫ লক্ষ
20534. বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ –
- মানুষের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায়
- জীবজগতের কাজকর্মে বিঘ্ন ঘটায়
- উপকূলীয় জীববৈচিত্র্যে বিঘ্ন ঘটায়
A,B
20535. বাংলাদেশের পূর্বাংশে কোন যুগের পাহাড় রয়েছে?
- জুরাসিক
- প্লাইস্টোসিন
- টারশিয়ারী
- নিওসিন
20536. এদেশের একটি চিরকালীন পরিচিতি প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে। কোন প্রাকৃতিক দুর্যোগটি এক্ষেত্রে চিরকালীন?
- বন্যা
- খরা
- নদীভাঙন
- ঘূর্ণিঝড়
20537. আমাদের দেশের কোন এলাকায় খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়?
- উত্তর-পূর্ব এলাকায়
- দক্ষিণ-পশ্চিম এলাকায়
- মধ্য এলাকায়
- পূর্ব এলাকায়
20538. ২০০০ সালের বন্যায় কতটি জেলা ক্ষতিগ্রস্ত হয়?
- ৬৪ জেলা
- ৬১ জেলা
- ১৬ জেলা
- ২০ জেলা
20539. ২০০০ সালের বন্যায় কী পরিমাণ জমির ফসল নষ্ট হয়?
- ১.৮৪ হাজার হেক্টর
- ১.৮৪ হেক্টর
- ১.৮৪ লক্ষ হেক্টর
- ১.৮৪ লক্ষ একর
20540. কয়টি নদীর উৎপত্তিস্থল ভারতে?
- ৭০টি
- ৫৭টি
- ৫৪টি
- ৪১টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2055
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2056
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2057
0 responses on "বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2054"