বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2057
20561. রাজনৈতিক বৈচিত্রের কারণ অনুসন্ধান করা হয় কোন ভূগোলে?
- রাজনৈতিক ভূগোল
- আঞ্চলিক ভূগোল
- প্রাণী ভূগোল
- মানবিক ভূগোল
20562. প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিসাধন করে –
- জীবনের
- নদনদীর
- পরিবেশের
A,C
20563. ১৯৫৪ সাল থেকে ২০০৪ সালের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা কত সালে হয়?
- 1978
- 1984
- 1988
- 1998
20564. নদীর তীরে ঘনজঙ্গল সৃষ্টি করে বন্যা প্রতিরোধ করা যায়। এক্ষেত্রে ব্যবস্থাপনাটির প্রকৃতি কী হবে?
- শ্রমসাধ্য
- সাধারণ
- ব্যয়বহুল
- প্রকৌশলগত
20565. বাংলাদেশে কতটি নদী আছে?
- ৫৭০টি
- ৫৪০টি
- ৭০০টি
- ৪১০টি
20566. বাংলাদেশের কোন এলাকাটি ভূমিকম্প প্রবণ নয়?
- ঢাকা
- চট্টগ্রাম
- খুলনা
- বগুড়া
20567. আসলামদের গ্রামে একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। চারদিকে গ্রীষ্মের দাবদহ ও পানির অভাব। অনেক কষ্টে তারা আগুন নেভায়। আসলামরা কোন দুর্যোগের শিকার?
- অনাবৃষ্টি
- অগিনকান্ড
- ধূলিঝড়
- মরুময়তা
20568. বৈজ্ঞানিক যন্ত্র হিসেবে রিখটার স্কেল ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী?
- ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া
- ভূকম্পনের তীব্রতা ও প্রকৃতি জানা
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানা
- ঘূর্ণিঝড়ের মাত্রা জানা
20569. অপর্যাপ্ত বৃষ্টিকে কেন দুর্যোগ বলে আখ্যায়িত করা যায়?
- স্বল্প বৃষ্টি
- অল্প বৃষ্টি
- খরা
- মরুময়তা
20570. বাংলাদেশের কোথায় ঘূর্ণিঝড় বেশি হয়?
- উত্তরাংশে
- পূর্বাংশে
- দক্ষিণাংশে
- পশ্চিমাংশে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2057"