বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2052
20511. বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কোনটি?
- প্রাকৃতিক
- অর্থনৈতিক
- ভৌগোলিক অবস্থান
- গঠনগত
20512. দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো –
- ক্ষতির পরিমাণ হ্রাস করা
- ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা
- পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা
A,B,C
20513. নদীভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে কাদের বিবেচনা করা যেতে পারে?
- ভূমিহীনদের
- বর্গাদারদের
- জমির মালিকদের
- শ্রমিক মজুরদের
20514. বাংলাদেশের অধিকাংশ এলাকা কেন বন্যায় প্লাবিত হয়?
- হিমালয়ের বরফ কেন প্লাবিত হয়
- মৌসুমি জলবায়ুর প্রভাবে
- মূল নদীর কম গভীরতার কারণে
- প্রচুর বৃষ্টিপাতের ফলে
20515. খরার প্রভাবে মাটি হারিয়ে ফেলে –
- স্বাভাবিক বৈশিষ্ট্য
- কোমলতা
- রুক্ষভাব
A,B
20516. বাংলাদেশে বন্যার প্রধান কারণ –
- উষ্ণমন্ডলীয় অঞ্চল
- ভৌগোলিক অবস্থান
- জলবায়ু
B,C
20517. নদীভাঙন বাংলাদেশে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হওয়ার কারণ –
- দেশের স্বল্প আয়তন
- বর্ষাকালে এর করাল গ্রাস
- গৃহহীন হয়ে পড়া
A,C
20518. বিপর্যয় বলতে বোঝায় –
- আকস্মিক কোনো ঘটনা
- প্রাকৃতিক বা মানবসৃষ্ট চরম কোনো ঘটনা
- জীবন ও সম্পদের ওপর আঘাত
A,B,C
20519. প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান হচ্ছে-
- জীব উপাদান
- জড় উপাদান
- উদ্ভিদ ও প্রাণী
A,B
20520. প্রতি বছর কত হেক্টর জমি নদীভাঙনে নিঃশেষ হয়?
- 7700
- 7800
- 8800
- 8700
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2053
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2054
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2055
0 responses on "বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2052"