বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ । এসএসসি ভুগোল ও পরিবেশ । কুইজ মডেল টেস্ট অনুশীলন
20521. ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে কতজন রাস্তা, বাঁধ বা শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে থাকে?
- ৩ লক্ষ
- ৫ লক্ষ
- ৬ লক্ষ
- ৭ লক্ষ
20522. নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের উপাদানের তালিকায় পড়বে –
- খামার
- দুর্যোগ আশ্রয়কেন্দ্র
- সেচ প্রকল্প
A,B,C
20523. মরুময়তা ও রুক্ষতা কোন প্রাকৃতিক দুর্যোগের সুদূরপ্রসারী প্রভাব?
- বন্যা
- খরা
- ঘূর্ণিঝড়
- ভূমিকম্প
20524. বাংলাদেশে নদীভাঙন –
- একটি দুর্যোগ
- বর্ষাকালেই বেশি হয়
- ৪০টি ছোট-বড় নদীতে সংঘটিত হয়
B,C
20525. কোনটির কারণে মানুষ সামাজিক মর্যাদা হারায়?
- বন্যা
- খরা
- ভূমিকম্প
- নদীভাঙন
20526. বন্যা সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহণ করতে হয় –
- প্রকল্প
- কর্সমূচি
- প্রচেষ্টা
A,B,C
20527. বন্যা আর প্লাবনের পার্থক্য হিসেবে তুমি কোন জিনিসটিকে চিহ্নিত করবে?
- পানির উচ্চতা
- ক্ষয়ক্ষতির পরিমাণ
- সংঘটনের সময়
- মানুষের প্রতিক্রিয়া
20528. ৫.২৮ লক্ষ মেট্রিক টন ফসল ক্ষতি হয় কত সালের বন্যায়?
- 1988
- 1998
- 2000
- 2004
20529. বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনা কোনটি?
- শহর বেষ্টনীমূলক বাঁধ দেওয়া
- বন্যার সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন
- উপকূল এলাকায় পানি প্রবেশ বন্ধ করা
- নদীর তীরে বাঁধ দেওয়া
20530. বাংলাদেশ ক্রমেই ঝূকিপূর্ণ হয়ে উঠছে কোন দুর্যোগের প্রভাবে?
- ঘূর্ণিঝড়
- নদীভাঙন
- ভূমিকম্প
- অনাবৃষ্টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2054
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2055
বাংলাদেশের-প্রাকৃতিক-দুর্যোগ – এসএসসি-ভুগোল ও পরিবেশ-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2056
0 responses on "বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ । এসএসসি ভুগোল ও পরিবেশ । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2053"