ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের মেধা তালিকায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ভর্তি শেষে ৭০৬টি আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
একাডেমিক শাখার তথ্য মতে, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১৪টি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ৬৯টি, বাংলা বিভাগে ২৯টি, ইংরেজী বিভাগে ৫৯টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২৪টি, ফোকলোর স্টাডিজ বিভাগে ৫০টি, একই অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে অর্থনীতি বিভাগে ১২টি, লোক প্রশাসন বিভাগে ১২টি, রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ১২টি, উন্নয়ন অধ্যয়ন বিভাগে ৮টি, সমাজ কল্যাণ বিভাগে ৬৫টি আসন ফাকা রয়েছে।
এছাড়া, আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের আইন বিভাগে ৮টি, আল-ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ৭৫টি, ল এন্ড ল্যান্ড ম্যাানেজমেন্ট বিভাগে ১২টি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, ফলিত রসানয়ন ও কেমি কৌশল বিভাগে ৭টি, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ১১টি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭টি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, গণিত বিভাগে ৩টি, পরিসংখ্যান বিভাগে ৩৬টি, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, ফার্মেসি বিভাগে ৫টি, ইনভাইরনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগে ৫০টি, ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ৪টি, ব্যবস্থাপনা বিভাগে ১৯টি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ২টি, মার্কেটিং বিভাগে ৪টি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৩টি, ট্যূরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৬৭টি আসন শূন্য রয়েছে।
ভর্তি সাক্ষাৎকারসহ প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।
আরো পড়ুন:
0 responses on "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে ৭০৬টি আসন শূন্য"