ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে প্রশাসন ভবনের সামনে একঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা।
অবস্থান কর্মসূচি শুরুর কিছু পরেই উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাাপক শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
তারা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এখনও কম। বিশেষ করে ঢাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন পরে ফি বাড়ানোতে একটি বড় অঙ্ক দেখালেও তা সহনশীল পর্যায়ে আছে। এই টাকা শিক্ষার্থীর উন্নয়নের কাজেই ব্যবহার হবে। যেটি কিছু করা হচ্ছে সব কিছুই শিক্ষার্থীদের কল্যাণে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করারও অনুরোধ করেন তারা। তবে শিক্ষার্থীরা তাদের পূর্ব নির্ধারিত ১টা পর্যন্ত অবস্থান শেষে আগামী রোববার থেকে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিসহ সকল খাতে বার্ধিত ফি কমিয়ে শিক্ষার্থীদের ভর্তি ও লেখাপড়ার সুযোগ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ অযৌক্তিক ফি বৃদ্ধি সাধারণ শিক্ষার্থীরা মানে না। প্রশাসন পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার পাঁয়তারা করছে। এটা কখনও মেনে নেয়া হবে না।
আরো পড়ুন:
0 responses on "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট"