ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটায় আবেদন শুরু হয়েছে।
গত রোববার (১০ ডিসেম্বর ) থেকে এ আবেদন শুরু হয়। চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বিশেষ কোটায় ন্যূনতম ৩২ নম্বর প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা (পুত্র-কন্যা পাওয়া না গেলে), উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠীভুক্ত, হরিজন-দলীত জনগোষ্ঠীভুক্ত, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও পোষ্যরা ইউনিট/বিভাগীয় শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বার্তায় উল্ল্যেখ করা হয়েছে, ১০ ডিসেম্বর থেকে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় চলতি হিসাব নং ১০৬-এ টাকা জমা দিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট কোটার জন্য গঠিত উপ-কমিটির সদস্য সচিবের অফিসে জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার আবেদন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-রেজিস্ট্রার আব্দুর রশিদ এবং উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী, হরিজন-দলীত জনগোষ্ঠী (অন্ত্যজ), প্রতিবন্ধী কোটার আবেদন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম এমদাদুল আলম এবং খেলোয়াড় কোটার আবেদন ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ড. সোহেল) এর অফিসে জমা দিতে হবে।
মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা কোটায় ভর্তির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নম্বর সম্বলিত ইস্যুকৃত সনদপত্র অথবা মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সাময়িক/মূল সনদপত্রসহ আবেদন করতে হবে।
উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী কোটায় ভর্তির জন্য স্বীকৃত গোত্রপ্রধান কর্তৃক অথবা বাংলাদেশ আদিবাসী ফোরাম কর্তৃক প্রদত্ত সনদ আবেদনের সঙ্গে সংযুক্তি করতে হবে।
বাংলাদেশ জাতীয় দল ও যে কোনো বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে অথবা বাংলাদেশ ক্রীড়া শিক্ষালয় (বিকেএসপি) হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এমন প্রার্থীদের খেলোয়াড় কোটায় ভর্তির জন্য তাদের সনদপত্রসহ আবেদন করতে হবে।
এছাড়া শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্য (পুত্র-কন্যা, স্বামী-স্ত্রী) ভর্তির ক্ষেত্রে ন্যূনতম পাশ নম্বর ও বিভাগীয় শর্ত পূরণসাপেক্ষে উপাচার্যের অনুমতিক্রমে বিভাগের জন্য সংরক্ষিত আসনের বাইরেও ভর্তি হওয়া যাবে।
আরো পড়ুন:
0 responses on "ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় ভর্তির আবেদন শুরু"