ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসন্ন চতুর্থ সমাবর্তনে ৭৮ শিক্ষার্থী স্বর্ণপদক পাচ্ছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসন্ন চতুর্থ সমাবর্তনে স্নাতকত্তোরে বিভিন্ন অনুষদে প্রথম স্থান অধিকারী ৭৮ শিক্ষার্থী প্রেসিডেন্সিয়াল পদক বা স্বর্ণপদক পাচ্ছেন।

প্রত্যেকটি পদকে দুই গ্রাম করে স্বর্ণ (যার বাজার মূল্য ৬৮৪৫ টাকা) থাকবে বলে নিশ্চিত করেছেন সমাবর্তন পদক প্রদান উপ-কমিটির আহ্বায়ক ও ইংরেজী বিভাগের অধ্যাপক এ এইচ এম আক্তারুল ইসলাম

তিনি বলেন, কমিটির পক্ষ থেকে প্রতিটি পদকে হাফ ভরি স্বর্ণ দেয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু স্টিয়ারিং কমিটি দুই গ্রামের অনুমোদন দিয়েছে।

তিনি আরও বলেন, পদকে স্বর্ণ স্থাপনের কাজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কমিটির তত্ত্বাবধায়নে করা হবে। যাতে দুর্নীতির ছোঁয়া না লাগে। পাঁচটি অনুষদের ৯৮ শিক্ষার্থীর তালিকা চূড়ান্ত হলেও ২০ শিক্ষার্থী সমাবর্তনে রেজিস্ট্রেশন না করায় বাদ পড়েছে। যেটি দুঃখজনক। তাছাড়া স্নাতক পর্যায়েও এ পদক দেয়া উচিত বলে তিনি মনে করেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৯ হাজার ৩৭২ জন স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী নিবন্ধন করেছেন। সমাবর্তনে বিগত ১৬ বছরে ৫টি অনুষদের ৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্বর্ণপদক পাবেন।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ১৯৯৯-২০০০ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রত্যেক অনুষদে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

তবে সমাবর্তনে রেজিস্ট্রেশন না করায় বাদ পড়েছে ২০ শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে ১৯ জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে নয়জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে ১৫ জন, আইন ও শরিয়াহ অনুষদ থেকে ১৬ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ১৯ জন শিক্ষার্থী স্বর্ণপদক পাবেন। এদের মধ্যে প্রত্যেক অনুষদের চারজন করে পাঁচ অনুষদের ২০ শিক্ষার্থী রাষ্ট্রপতির হাত থেকে পদক ও সনদ গ্রহণ করবেন।

 

 

আরো পড়ুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে ৭০৬টি আসন শূন্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী কাল

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline