
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী কাল শুক্রবার (১লা ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।
চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। উৎসব মুখর পরিবশে পরীক্ষা গ্রহনের জন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
এবছর বিশ্ববিদ্যালয়ের মোট ২২৭৫টি আসনের বিপরীতে ৮৭ হাজার ৩শত ৬৮টি আবেদন ফরম উত্তোলন করেছে। পাঁচটি অনুষদের অধীন আটটি ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিদিন ৪শিফটে সাতটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সবত্র বিরাজ করছে সাঁজসাঁজ রব। ইতোমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান বলেন,‘স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরীক্ষা গ্রহনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব মুখর পরিবেশে পরীক্ষা গ্রহনে আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ক্যাম্পাস সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে। আশাকরি সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট iu.ac.bd ভিজিট করে জানতে পারবে।
আরো পড়ুন: