📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

১ম বর্ষ স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ৮ ফেব্রুয়ারি প্রকাশ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ খবর জানা গেছে।

এসএমএসের মাধ্যমে ওই দিন বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল থেকে ফল জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক পাসের ক্ষেত্রে nu<space>atdg<space>roll no ও সম্মান প্রফেশনালের ক্ষেত্রে nu<space>athp<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে পাওয়া যাবে ফল।

একই দিন রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions থেকে ফল জানা যাবে।

 

 

আরো পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০৪ কোটি টাকার আর্থিক অনিয়ম তদন্ত করতে মাঠে নেমেছে দুদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশের অনুষ্ঠানে অব্যবস্থাপনায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন অধ্যক্ষরা

   
   

0 responses on "১ম বর্ষ স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ৮ ফেব্রুয়ারি প্রকাশ "

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved