জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের উপস্থিতিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শিক্ষা সমাবেশের অব্যস্থাপনায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন অধ্যক্ষরা। এক গ্লাস পানিও পান করতে দেয়া হয়নি তাদেরকে। দীর্ঘ সময় পানি ছাড়া থাকার ফলে পঞ্চাশোর্ধ অনেক অধ্যক্ষ অসুস্থ বোধ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অধ্যক্ষ দৈনিকশিক্ষাডটকমের কাছে তাদের এ ক্ষোভের কথা জানান।<
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একটি কলেজের একজন অধ্যক্ষ বলেন, সকাল আটটায় আমাদেরকে সম্মেলন কেন্দ্রে প্রবেশ করিয়ে দেয়া হয়। অনুষ্ঠান শুরু হয় দশটায়। শেষ হয় বারোটার দিকে। এই পুুরো সময়ে এক গ্লাস পানিও পান করতে দেয়া হয়নি। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ই একমাত্র বিশ্ববিদ্যালয় যার ফাণ্ডে রয়েছে কয়েকশ কোটি টাকা।
উল্রেখ্য, সারাদেশের সরকারি-বেসরকারি দুই হাজারের বেশি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সমাবেশে নিয়ে আসে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
0 responses on "জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশের অনুষ্ঠানে অব্যবস্থাপনায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন অধ্যক্ষরা"