
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে অচিরেই জাতীয় বিশ্ববিদ্যালয় আইটি (তথ্যপ্রযুক্তি) নির্ভর হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ। বুধবার (২৪শে জানুয়ারি) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসের সভাকক্ষে আগামী ৪ঠা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অধ্যক্ষদের অংশগ্রহণে শিক্ষা সমাবেশ ২০১৮ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
প্রফেসর হারুন অর রশিদ বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে পাঠদানে গুণগত পরিবর্তন আনা। এরই প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ২ হাজার ২৫০ জন অধ্যক্ষ নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি শিক্ষা সমাবেশের আয়োজন করা হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা অচিরেই আইটি নির্ভর জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।’
তিনি আরও বলেন, গত কয়েক বছরের আন্তরিক প্রচেষ্টা ও ক্রাস প্রোগ্রামের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমিয়ে এনেছি। এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার মানোন্নয়ন। এ ব্যাপারে অনেক পরিকল্পনা নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ১০টি স্থাপনা ও ১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন এবং ২০১৬ সালে কলেজ পারফরমেন্স র্যাংকিংয়ে নির্বাচিত সেরা ৭টি কলেজকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করবেন। এবারের শিক্ষা সমাবেশের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান ও প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, ট্রেজারার প্রফেসর নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসাইন, কলেজ পরিদর্শক ড. মো. মনিরুজ্জামান, ডিন মো. আনোয়ার হোসেন ও প্রফেসর ড. মো. নাসির উদ্দিন।
আরো পড়ুন: