সারাদেশের কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে আগামী ৪ঠা ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য শিক্ষা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে উপস্থিত থেকে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৬ই জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ খবর জানা গেছে
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সমাবেশ উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিস প্রধানদের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার এটি নিশ্চিত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও প্রফেসর ড. betfinal بالعربي মোঃ মশিউর রহমান।
আরো পড়ুন:
0 responses on "৪ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থি থাকবেন প্রধানমন্ত্রী"