প্রশ্নফাঁস ঠেকাতে মোবাইল ইন্টারনেটের গতি সকাল ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এক ঘণ্টা কমিয়ে দিতে সব মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এ-সংক্রান্ত নির্দেশ একটি চিঠি রোববার (১১ ফেব্রুয়ারি সকালে চিঠি পাঠিয়েছে । মোবাইল অপারেটরগুলোর কাছে পাঠানো হয়েছে। এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়ছে আর শিক্ষার্থীরা খুব সহজেই তা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছে।
বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ধর্ম বিষয়ের পর গতকাল গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়।
এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪ জন আটক করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রথম দুদিনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর ব্যাপক সমালোচনার মুখে ৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছিল। কিন্তু সেই কমিটি এখনো কাজই শুরু করেনি। ফাঁস হওয়া বিষয়ের পরীক্ষা বাতিল হবে কি না, তা এই কমিটির দেখার কথা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে এই কমিটির কার্যপরিধি ঠিক করে দেওয়ার কথা।
আরো পড়ুন:
0 responses on "প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেটের গতি কমিয়ে দিতে সব মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বিটিআরসি"