এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ফরিদপুর সদরপুর উপজেলায় দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সদরপুর থানা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালে মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার তাদের আটক করেছেন।

আটককৃতরা উপজেলার চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিকদার (১৭) ও সজীব প্রামাণিক (১৭)।

ইউএনও পূরবী সাংবাদিকদের বলেন, আটককৃদদের থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সদরপুর থানা পুলিশ।

এর আগে, প্রশ্ন সরবরাহের অভিযোগে লুৎফর রহমান (২০) নামে এক কলেজছাত্রকে বুধবার (৭ ফেব্রুয়ারি) আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ হোসেন ফারবি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল কুমার দে জানান, লুৎফরের মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনে ইংরেজী দ্বিতীয়পত্রের একটি প্রশ্নপত্র পাওয়া যায় যেটি পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে হুবুহু মিলে গেছে।

পরে সরকারি বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব সতিন্দ্র নাথ ভৌমিক বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। লুৎফরকে আদালতেরর মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি বিপুল।

 

 

আরো পড়ুন:

এসএসসি ও সমমানের পরীক্ষার ইংরেজী দ্বিতীয়পত্রের প্রশ্নও ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে

দায়িত্ব ও কর্তব্য অবহেলায় ও এসএসসি পুরাতন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগে কেন্দ্র সচিবকে অব্যাহতি

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline