
এসএসসি পরীক্ষায় দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলায় ও নতুন শিক্ষার্থীদের পুরাতন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগে পাবনার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফারুক হোসেনকে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত সোমবার (৫ই ফ্রেবুয়ারি) ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ অব্যাহিত করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় (বি-৩০৯) কেন্দ্রে বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষায় ১২ শিক্ষার্থীকে ২০১৬ খ্রিস্টাব্দের পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। তারা ২০১৭ খ্রিস্টাব্দের পরীক্ষার্থী ছিল। কিন্তু টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলে ওই বছর পরীক্ষার অনুমতি না পাওয়ায় চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণ করে।কিন্তু পরীক্ষার হলে ২০১৬ খ্রিস্টাব্দের পুরাতন সিলেবাসের প্রশ্নপত্র দিলে তারা পুরাতন সিলেবাসেই পরীক্ষা দিতে বাধ্য হয়। কর্তব্যরত পরিদর্শকদের এটি জানালেও ধমক দিয়ে বসিয়ে দেয়া হয় পরীক্ষার্থীদের। এরপর পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে বাধ্য হয় তারা।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহফুজা সুলতানা বলেন, ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভাঙ্গুড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলমকে দায়িত্ব দেয়া হয়েছে।
আরো পড়ুন: