
ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে চার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান জানান, প্রশ্নফাঁসের অভিযোগে চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে । বুধবার তাদের আদালতে পাঠানো হবে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বোয়ালমারী জর্জ একাডেমি কেন্দ্র থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন- ব্লাবন ঘোষ, রইচ উদ্দিন, সালমান মাহমুদ ও শাহিন ফকির।
ওই কেন্দ্রে হল সচিব ও জর্জ একাডেমির প্রধান শিক্ষক এম এ আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষা শুরুর পরপরই চারজন শিক্ষক পরীক্ষার কক্ষে না গিয়ে শিক্ষকদের রুমে বসে প্রশ্ন কেন্দ্রের বাইরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলো।
এ সময় কেন্দ্র পরিদর্শক সুদীপ বিশ্বাস এটি বুঝতে পেরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছে দুটি প্রশ্নে কপি ও হাতে লেখা প্রশ্নে উত্তরপত্র পাওয়া যায়।
আরো পড়ুন: