প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। কঠোর নজরদারিতে রেখে গত কয়েকদিনে তাদেরকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এসএসসি পরীক্ষার্থী এবং আইটি বিশেষজ্ঞও রয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নজরদারি ও ফাঁস হওয়া প্রশ্নের বিভিন্ন সূত্র ধরে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
রোববার (১১ই ফেব্রুয়ারি) তাদেরকে গণমাধ্যমের সামনে হাজির করা হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ডিএমপির আয়োজনে দুপুরে সংবাদ সম্মেলন করার চিন্তাভাবনা রয়েছে বলে জানা যায়। অাটকদের বিরুদ্ধে হাজারীবাগ, গুলশান ও নিউমার্কেট থানায় মামলা দায়ের করার প্রস্ততি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থী তাসিফকে এমসিকিউ প্রশ্নপত্র দেখিয়ে সহায়তা করেন। এসময় তাদের দু’জনকেই আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ঢাবি ছাত্র ফাহিমকে হেফাজতে নেওয়া হলেও তাসিফকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয় পুলিশ। পরীক্ষা শেষ হলে তাকেও আটক করা হয়। পরে প্রশ্নফাঁসের তথ্য উদঘাটন করতে ওই দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ডিবি পুলিশ।
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইকুলের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. আবদুল খালেক বলেন, ‘পরীক্ষার আগে কেন্দ্রের বাইরেই দু’জনকে আটক করে পুলিশ। তবে পরীক্ষার্থী ছেলেটিকে তারা নিয়ে যান পরীক্ষার পর।’
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আটক ঢাবি ছাত্র ও পরীক্ষার্থীকে ডিবি (উত্তর) নিয়ে গেছে। তারা এ বিষয়ে দু’জনকে আরও জিজ্ঞাসাবাদ করবে।’
উল্লেখ্য, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় আগের পাঁচ দিনের মতো শনিবার গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, সকাল ৮টা ৫৯ মিনিটে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে গণিতের ‘খ-চাঁপা’ সেটের প্রশ্নপত্রটি পাওয়া যায়।
গত কয়েকবছরে কঠোর গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতায় প্রশ্নফাঁসের অন্যতম সূতিকাগার বিজি প্রেস অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে বলে জানা যায়। তবে, ট্রেজারি থেকে কেন্দ্রের প্রশ্ন নেয়ার পথে ও নেয়ার পরে কতিপয় নামধারী শিক্ষক তা স্মার্টফোনের মাধ্যমে কপি করে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
আরো পড়ুন:
0 responses on "এসএসসির প্রশ্নফাঁস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ"