এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে বহিষ্কার হয়েছে শিক্ষকসহ ১৩২ জন পরিক্ষার্থী

এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে বহিষ্কার হয়েছে শিক্ষকসহ ১৩২ জন পরিক্ষার্থী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে বহিষ্কার হয়েছে শিক্ষকসহ ১৩২ জন পরিক্ষার্থী। তাদের মধ্যে ১২৯ জন পরীক্ষার্থী এবং ৩ জন পরিদর্শক। ১০ শিক্ষা বোর্ডের অধীনে এ দিন অনুপস্থিত ছিল ৯ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এসএসসি-২০১৮ সংক্রান্ত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়েছে।

৩ হাজার ৩৩৬টি কেন্দ্রে ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এবারের এসএসসি  ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৯৪ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী।

আজকে চতুর্থ দিনে এসএসসিইংরেজী (আবশ্যিক) ১ম পত্র, কারিগরির গণিত এবং দাখিলের ফিকহ ও উসুলুল ফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল।

বোর্ডের দেয়া তথ্য থেকে জানা যায়, আজকের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৬৯৯ জন, রাজশাহী বোর্ডে ৬২৪ জন, কুমিল্লা বোর্ডে ৪০৫ জন, যশোর বোর্ডে ৬৬১ জন, চট্টগ্রাম বোর্ডে ৪৪৯ জন, সিলেট বোর্ডে ৩৩৫ জন, বরিশাল বোর্ডে ৩৪৬ জন, দিনাজপুর বোর্ডে ৪৪০ জন পরীক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ২৪৯ জন এবং কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিলো ১ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী। এদিন ঢাকায় ৩৮, রাজোহীতে ৩, কুমিল্লায় ৪, যশোরে ৪, চট্টগ্রামে ৫, সিলেটে ১, বরিশালে ১৬, দিানজপুরে ৪, মাদ্রাসা বোর্ডে ২০ জন এবং কারিগরিতে ৩৪ জনসহ বহিষ্কার হয়েছে ১২৯ জন পরীক্ষার্থী। যে তিন পরিদর্শক বহিষ্কার হয়েছে তারা তিন জনই রাজশাহী শিক্ষা বোর্ডের।

১লা ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি তত্ত্বীয় বিষয়ের ২৪ দিনে ১৭ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলে ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হবে।

 

 

আরো পড়ুন:

পুরাতন সিলেবাসে পরীক্ষা এসএসসি দেড় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যত এখন অনিশ্চিত

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ১০ হাজার পরিক্ষার্থী

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline