মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে বহিষ্কার হয়েছে ৮৯ জন পরিক্ষার্থী। ১০ শিক্ষা বোর্ডের অধীনে এ দিন অনুপস্থিত ছিল ১০ হাজার ২১০ জন পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।<
৩ হাজার ৪১২টি কেন্দ্রে ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন শিক্ষার্থী ও ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।
আজকে দ্বিতীয় দিনে এসএসসির বাংলা (আবশ্যিক) ২য় পত্র, সহজ বাংলা ২য় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ২য় পত্র, কারিগরির ইংরেজী এবং দাখিলের আরবি ১ম পত্র পরীক্ষা ছিল।
পরিসংখ্যান থেকে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৪৬১ জন, রাজশাহী বোর্ডে ৭৬৮ জন, কুমিল্লা বোর্ডে ৫৪৩ জন, যশোর বোর্ডে ৬২৮ জন, চট্টগ্রাম বোর্ডে ৪৩৮ জন, সিলেট বোর্ডে ৩৩৯ জন, বরিশাল বোর্ডে ৩২৩ জন, দিনাজপুর বোর্ডে ৫৪৯ জন শিক্ষার্থী।
মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ৪২৩ জন এবং কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিলো ১ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। এদিন ঢাকায় ২৩, চট্টগ্রামে ২, বরিশালে ৪, দিনাজপুরে ১, মাদ্রাসা বোর্ডে ৪০ জন এবং কারিগরিতে ১৯ শিক্ষার্থীসহ বহিষ্কার হয় ৮৯ জন।
১লা ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি তত্ত্বীয় বিষয়ের ২৪ দিনে ১৭ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলে ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হবে।
আরো পড়ুন:
0 responses on "এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ১০ হাজার পরিক্ষার্থী"