রেইনবো কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট
ঠিকানা: রফিক প্যালেস, বি এম কলেজ মসজিদ গেটের বিপরীত গলি, বরিশাল।
এজেন্ট সেন্টার কি:
যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ইশিখন এজেন্ট সেন্টারে এসে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। সারা দেশে ইশিখনের রয়েছে ১৩০+ এজেন্ট সেন্টার। প্রতিটি এজেন্ট সেন্টারে রয়েছে উন্নত মানের ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার এবং ল্যাব ফ্যাসিলিটি। যারা ঢাকার বাহিরে আছেন তারা ফ্রি কাউন্সিলিং নিয়ে কোর্স সম্পর্কিত বিস্তারিত জেনে ভর্তি হতে পারবেন নিকটস্থ ইশিখন এজেন্ট সেন্টার থেকে। এজেন্ট সেন্টারে বসে ইশিখনের ৪০+ ফ্রিল্যান্সিং ও আইটি কোর্স অনলাইন লাইভে করার সুযোগ পাবেন। উল্লেখযোগ্য যে, কোর্সের মূল ট্রেইনার ঢাকা থেকে ইশিখনের ওয়েবসাইটের মাধ্যমে মূল ক্লাস পরিচালনা করবেন। ক্লাস চলাকালীন সময় এজেন্ট সেন্টার থেকে একজন সুপারভাইজার আপনাদের সুপারভাইজ করবে। শিক্ষার্থীরা এজেন্ট সেন্টারে মোট ৩ ঘণ্টা ক্লাস করার সুযোগ পাবেন যেখানে মূল ক্লাস হবে ১.৫ ঘণ্টা এবং প্র্যাকটিস সেশন থাকবে আরও ১.৫ ঘণ্টা।
নাম: মশিউর রহমান মাসুদ
পদবী: পরিচালক
Email: [email protected]
জেলা: বরিশাল
ফেসবুক: facebook.com
ওয়েবসাইট:
0বয়স
0 কর্মচারী সংখ্যা
0সর্বমোট কম্পিউটার
0প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী
Gallery
কিভাবে এজেন্ট এর মাধ্যমে ক্লাস করবেন:
ইশিখনের কোর্সে রেজিস্ট্রেশন করার পর এজেন্ট সেন্টারে গিয়ে ক্লাসে অংশ নিবেন। তবে এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার এবং তত্ত্বাবধান বাবদ তাদের ফি প্রদান করতে হবে।
এজেন্ট সেন্টারের সুযোগ-সুবিধার উপর নির্ভর করে প্রতি শিক্ষার্থী এজেন্ট সেন্টারকে ৪০০০ থেকে ৮০০০ টাকা প্রদান করবে। এই সম্পূর্ণ ফি এজেন্ট সেন্টারের প্রাপ্য, যেখানে ইশিখন কোন চার্জ করবে না। ইশিখন শুধুমাত্র ওয়েবসাইটে উল্লেখিত ফি গ্রহন করবে। আমাদের এজেন্ট সেন্টারসমূহ দেখুন এখানে । তবে যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন রয়েছে, তাঁরা শুধুমাত্র ওয়েবসাইটে উল্লেখিত রেজিস্ট্রেশন ফি প্রদান করে ঘরে বসেই কোর্স সম্পন্ন করতে পারবেন।
কিভাবে ক্লাস হবে:
এজেন্ট সেন্টারে রয়েছে সকল শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার। শিক্ষার্থীরা ক্লাস সময়ে উক্ত প্রতিষ্ঠানে এসে ক্লাসে অংশ নিবেন। শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ এবং যেকোন সমস্যায় পড়লে সেটা এজেন্ট সেন্টারে থাকা সুপারভাইজার সমাধান করে দিবেন।
ইশিখনের স্বনামধন্য শিক্ষকগণ ঢাকা থেকে অনলাইনে লাইভ ক্লাস করাবেন। উক্ত ক্লাস ও শিক্ষকের কম্পিউটার স্ক্রিন শিক্ষার্থীর কম্পিউটারে দেখা যাবে। কোন কিছু বুঝতে অসুবিধা হলে সাথে সাথে শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করতে পারবেন। শিক্ষার্থী ক্লাসের দিন কিংবা পরদিন ১ থেকে ১:৩০ ঘন্টা এজেন্ট সেন্টারে প্র্যাকটিস করার সুযোগ পাবেন।
বিশেষ সুবিধা সমুহ:
মাত্র ১ বছরের মধ্যে আমরা দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। বিগত ৮ বছরে ইশিখন.কম থেকে প্রশিক্ষণ নিয়েছেন ৩৩,০০০+ ( তেত্রিশ হাজার) শিক্ষার্থী। যাদের মধ্যে বর্তমানে ২১,০০০+ (একুশ হাজার) শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ও দেশ-বিদেশের বড় বড় কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করছেন। অফলাইনের চেয়েও সহজে ও দ্রুত ক্লাস করার সুবিধা, না বুঝলে তাৎক্ষনিক শিক্ষককে প্রশ্ন করার সুবিধা, ক্লাসের মাঝে প্রাইভেট চ্যাট এবং রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় বর্তমানে অফলাইন বাদ দিয়ে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অধিক আগ্রহী। নিচে আরো সুবিধা সমূহ দেওয়া হল:
ঢাকার স্বনামধন্য, দক্ষ ও প্রফেশনাল, ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা কর্তৃক ক্লাস।
দেশের যেকোন জায়গা এমনকি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরাও ঢাকার স্বনামধন্য শিক্ষকের অধীনে ক্লাস করার সুযোগ পাবেন।
লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও ক্লাসে আলোচিত ফাইল সমুহ ডাউনলোড করে দেখতে পারবেন।
ক্লাসে শিক্ষককে সরাসরি প্রশ্ন, শিক্ষার্থীরা নিজেদের কম্পিউটারে কোন সফটওয়্যার ইন্সটল করতে না পারলে শিক্ষক, শিক্ষার্থীদের কম্পিউটারে ঢুকে সেটা ইন্সটল করে দিবে।
প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া।
প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন, মডেল টেস্ট, অন্যান্য শিক্ষার্থীদের সাথে আলোচনা ও সমস্যা সমাধান।
প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট।
কোর্স শেষে সার্টিফিকেট।
লাইভ ক্লাস সমুহের ডিভিডি ডাউনলোড লিংক ।
ক্লাসের বাইরে শিক্ষার্থীদের সাপোর্ট এর জন্য রয়েছে ২৪/৭ ঘন্টা, কল সেন্টার। ফোন সাপোর্ট, মেসেঞ্জার সাপোর্ট, ইমেইল সাপোর্ট।
কিভাবে রেজিস্ট্রেশন করবেন/অংশ নিবেন:
প্রথমে https://eshikhon.com.bd/pro-offer/ থেকে (নিচের দিকে) পছন্দের কোর্সে “Enroll Now” বাটনে ক্লিক করুন।
পরের পেইজে আপনার কোর্সের মূল্য দেখাবে, এরপর ‘Proceed to checkout’ এ ক্লিক করুন।
আপনার নাম, ইমেইল, জেলা, ফোন নং ইত্যাদি লিখে টাকা পাঠানোর জন্য bKash Payment অথবা Nagad/Rocket/Others এ ক্লিক করুন।
এরপর নিচের দিকে I’ve read and accept.. লিখাতে ক্লিক করুন।
নিচের দিকে “Place Order” বাটনে ক্লিক করলে অর্ডার সম্পন্ন হবে এবং পেমেন্ট এর নিয়ম / নাম্বার পাবেন।