দেশব্যাপী ইশিখন এজেন্ট সেন্টার সমূহ

দেশব্যাপী নামমাত্র মূল্যে লাইভ ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ। বিস্তারিত:

https://eshikhon.com/pro-offer

আপনার ট্রেইনিং প্রতিষ্ঠান থাকলে আপনিও হতে পারেন ইশিখন এজেন্ট:



🔗 এজেন্ট হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন

শিক্ষার্থীরা কিভাবে এজেন্ট এর মাধ্যমে ক্লাস করবেন:

যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। এজন্য, ইশিখন কোর্স রেজিস্ট্রেশন করার পর উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে অংশ নিবেন। তবে এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার এবং তত্ত্বাবধান বাবৎ তাদের ফি প্রদান করতে হবে।

শিক্ষার্থীরা এজেন্ট সেন্টারের প্রদত্ত সুবিধার উপর ভিত্তি করে একটা ফি প্রদান করবে। এজেন্ট ফি সর্বনিম্ন ৪০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সম্পূর্ণ ফি এজেন্ট সেন্টারের প্রাপ্য, যেখানে ইশিখন কোন চার্জ করবে না। বরং এজেন্ট সেন্টার থেকে শিক্ষার্থীরা কোন কোর্সে ভর্তি হলে ওয়েবসাইটে উল্লেখিত ফি এর উপর নিশ্চিত ছাড় পাবেন।

এজেন্ট ফি নির্ধারণের ভিত্তি:

  • ক্লাস সংখ্যা
  • ল্যাব ফ্যাসিলিটি
  • সাপোর্ট ট্রেইনার
  • প্রজেক্টর
  • পিসি কনফিগারেশন
  • এয়ার কন্ডিশনার
  • জেনারেটর/আইপিএস সুবিধা

ইশিখন অনুমোদিত এজেন্ট তালিকা

ক্রমিক জেলা এজেন্ট এর নাম ঠিকানা আরো
বরিশাল রেইনবো কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট “রফিক প্যালেস”, বি এম কলেজ মসজিদ গেটের বিপরীত গলি, বরিশাল। ➡️
বরিশাল কর্মসংস্থান এবং যুব উন্নয়ন একাডেমি বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিপরীত পার্শ্বে, বরিশাল সদর-৮২০০ ➡️
Barisal কর্মসংস্থান এবং যুব উন্নয়ন একাডেমি বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিপরীত পার্শ্বে, বরিশাল সদর-৮২০০ ➡️
Barisal ক্রিয়েটিভ কম্পিউটার স্বাধীন বাংলা সুপার মার্কেট, সদর রোড, বাকেরগঞ্জ, বরিশাল ➡️
Bagerhat কালার গ্রাফিক্স পয়েন্ট মীর মার্কেট, উপজেলা গলী রোড, কচুয়া, বাগেরহাট ➡️
Barguna মর্ডান কম্পিউটার্স ৩৮৯/৭, সদর রোড, বেতাগী পৌরশহর,বরগুনা ➡️
Barguna হাজী সাইদুর রহমান কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট শের-ই বাংলা সড়ক ( লিকার পট্টির পূর্ব মাথায় ), হাজী কম্পিউটার পাথরঘাটা, বরগুনা ➡️
Bogra সিপিএন টেকনিক্যাল ইন্সটিটিউট স্নিগ্ধা আবাসিক এলাকা, উপশহর,বগুড়া ➡️
Bogra অল আইটি বিডি জিএস ভবন (১ম, ২য় ও ৬ষ্ঠ তলা ), আলতাফুন্নেসা মাঠের পশ্চিমে,বগুড়া ➡️
১০ Bogra শেরপুর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উত্তর সাহা পাড়া,শেরপুর,বগুড়া ➡️
১১ Brahmanbaria অপটিমাম আইটি টি.এ রোড,মাওলা ভবন (৩য় তলা) ফকিরাপুলের কাছে,ব্রাহ্মনবাড়িয়া ➡️
১২ Chandpur আইটি কম্পিউটার সিটি ২০৩/২০৪, ফয়সাল শপিং কমপ্লেক্স (১ম তলা), বাস স্ট্যান্ড, চাঁদপুর। ➡️
১৩ Chandpur ইয়থ কম্পিউটার হোমস্ টেকনিক্যাল ট্রেনিং ইন্সিটিউট শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা, শাহরাস্তি, চাঁদপুর ➡️
১৪ Chandpur মনির কম্পিউটার ট্রেনিং সেন্টার কলেজ মার্কেট, গৃদকালিন্দিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর ➡️
১৫ Chapai Nawabganj সেলফ মেড কম্পিউটার ট্রেনিং সেন্টার বালুগ্রাম ডিগ্রি কলেজের দক্ষিণ পার্শ্বে, বালুগ্রাম, নয়াগোলা,চাঁপাইনবাবগঞ্জ ➡️
১৬ Chittagong ইউ গ্লোবাল টেকনোলজি শাহী কমার্শিয়াল কলেজ, ১২২ নূর আহাম্মদ রোড, আনন্দবাগ আবাসিক এলাকা, কতোয়ালী,
চট্টগ্রাম-৪০০০
➡️
১৭ Chittagong বি.টি. ইনস্টিটিউট এস.এ. সিটি সেন্টারের বিপরীত পার্শ্বে, নাজিরহাট বাজার, ফটিকছড়ি, চট্টগ্রামম ➡️
১৮ Chittagong রাজ কম্পিউটার এন.জহুর শপিং সেন্টার (৩য় তলা),কাচারি সড়ক,হাটহাজারী পৌরসভা, চট্রগ্রাম ➡️
১৯ Chittagong স্কাই নেট ইন্সটিটিউট মন্নান শপিং সেন্টার, কেরানীহাট, সাতকানিয়া,চট্রগ্রাম ➡️
২০ Chittagong আই.টি কম্পিউটার ট্রেনিং সেন্টার কামাল চৌধুরী মার্কেট, বালুর মাঠ, কলসী দিঘীর রোড, বন্দর, চট্টগ্রাম ➡️
২১ Chittagong জোরারগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট জোরারগঞ্জ,মীরসরাই,চট্রগ্রাম ➡️
২২ Chittagong চিটাগাং আইটি SMS City Complex (৪তলা) গুলজার টাওয়ার এর দক্ষিণ পাশের, (চট্টশরী রোডের মূখে) চকবাজার,
চট্টগ্রাম
➡️
২৩ Chittagong খোকন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট নন্দীরহাট, মসজিদ মার্কেট, নীচ তলা, হাটহাজারী, চট্টগ্রাম। ➡️
২৪ Chittagong নিউরন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট ধামাইর হাট, রাংগুনিয়া, চট্টগ্রাম। ➡️
২৫ Chittagong এস.এ.চৌধুরী ইনস্টিটিউট মছজিদ্দা, কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম ➡️
২৬ Chittagong যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পদুয়া বাজার পোস্ট অফিসের পূর্ব পাশে, হাজী নজীর আহমদ সওঃ মার্কেট (২য় তলা),পদুয়া,
লোহাগাড়া, চট্টগ্রাম।
➡️
২৭ Coxs Bazar কম্পিউটার টেক-আইটি সলুশন হোসেন মার্কেট, মালুমঘাট, চকরিয়া,কক্সবাজার ➡️
২৮ Coxs Bazar কম্পিউটার স্কুল চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার ➡️
২৯ Coxs Bazar টেকনিক্যাল কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার তানি শপিং কমপ্লেক্স (৩য় তলা),স্বপ্নপূরী রাস্তার মাথা, রামু, কক্সবাজার ➡️
৩০ Coxs Bazar বরইতলী কম্পিউটার এডুকেশন সেন্টার শাহ নেওয়াজ সুপার মার্কেট (২য় তলা), একতা বাজার, চকরিয়া, কক্সবাজার ➡️
৩১ Coxs Bazar জেনটেক আইসিটি সলিশন এন্ড ট্রেনিং সেণ্টার এন মোহাম্মদ প্লাজা, হসপিটাল গেইট, বড়ঘোপ, কুতুবদিয়া ➡️
৩২ Cumilla ইকরা আইটি পুরাতন পল্লীবিদুৎ অফিসের সামনে, তিশাবাস কাউন্টারের পূব পার্শ্বে, বাইপাস,
লাকসাম,কুমিল্লা।
➡️
৩৩ Cumilla দাউদকান্দি পোস্ট ই-সেন্টার দাউদকান্দি বাজার, দাউদকান্দি, কুমিল্লা ➡️
৩৪ Chuadanga স্মৃতি ডিজিটাল স্টুডিও ও কম্পিউটার ট্রেইনিং সেন্টার মুন্সিগঞ্জ,আলমডাঙ্গা,চুয়াডাঙ্গা ➡️
৩৫ Chuadanga গোল্ডস্টার কম্পিউটার শহীদ আবুল কাসেম রোড, চুয়াডাঙ্গা ➡️
৩৬ Dhaka ইজিটেক আইটি ট্রেনিং ইন্সটিটিউট ২০/৮, রহমান ম্যানসন,পার্বতীনগর, সাভার,ঢাকা ➡️
৩৭ Dhaka টাচ্ আইটি পয়েন্ট এন্ড কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট মৌসুমি মার্কেট, মাহিম লাইব্রেরী (২য় তলা) ,দক্ষিন গাজিরচট, আশুলিয়া,সাভার,ঢাকা। ➡️
৩৮ Dhaka রেডিয়্যান্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার ভূঁইয়া কমপ্লেক্স, নবাবগঞ্জ পাইলট স্কুলের বিপরীতে, নবাবগঞ্জ, ঢাকা। ➡️
৩৯ Dhaka শতদল আইটি ৩য় তলা, ক্যামব্রিয়ান কলেজ ভবন( সেমন্তি টাওয়ার), কদমতলী, কেরানীগঞ্জ মডেল-টাউন, ঢাকা-১৩১০ ➡️
৪০ Dinajpur মডার্ন কম্পিউটার ট্রেইনিং একাডেমী বাস স্ট্যান্ড,নায়েব মার্কেট,নবাবগঞ্জ,দিনাজপুর ➡️
৪১ Dinajpur স্কাই-লিংক কম্পিউটার ট্রেইনিং সেন্টার মাশিমপুর,সদর,দিনাজপুর ➡️
৪২ Dinajpur আফতাবগঞ্জ আইটি সেন্টার এন্ড টিউটর হোম গোলজার টাওয়ার ২য় তলা, হাইস্কুল রোড, আফতাবগঞ্জ বাজার, নবাবগঞ্জ, দিনাজপুর। ➡️
৪৩ Faridpur ইমতিয়াজ আইটি সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজ সংলগ্ন, ভাঙ্গা, ফরিদপুর ➡️
৪৪ Faridpur আই.সি.টি ট্রেনিং সেন্টার কলেজ রোড, সোনালী ব্যাংক সংলগ্ন, চরভদ্রাসন,ফরিদপুর ➡️
৪৫ Faridpur আর.এম. ইন্সটিটিউট অব আইটি ২১২, খোদাবক্স রোড, পূর্ব গোয়ালচামট, ফরিদপুর ➡️
৪৬ Faridpur মণ্ডল ডিজিটাল কম্পিউটার একাডেমী স্কুল রোড, মোল্লা মার্কেট, গজারিয়া বাজার, নগরকান্দা, ফরিদপুর ➡️
৪৭ Feni সততা কম্পিউটার ট্রেনিং সেন্টার খাজা শপিং কমপ্লেক্স, ছাগলনাইয়া পৌরসভা,ফেনী ➡️
৪৮ Feni পরশুরাম কম্পিউটার ইন্সটিটিউট কলেজ রোড, পরশুরাম,ফেনী ➡️
৪৯ Feni নিউ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট (সিএসটিআই) নিহাল প্লাজা, ডাকবাংলা, বক্তারমুন্সি রোড, সোনাগাজী, ফেনী ➡️
৫০ Gazipur এফ. এম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সেলিম আহমেদ কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট কামরাঙ্গাচালা, গাজীপুর ১৭৫১ ➡️
৫১ Gazipur মোল্লা কম্পিউটার ট্রেইনিং সেন্টার সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর ➡️
৫২ Gazipur তৌফিকা টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট সরকার মার্কেট, জিতার মোড় জিরানি – কাশিমপুর রোড, কাশিমপুর, গাজীপুর ➡️
৫৩ Gazipur আর এস আইটি ইনস্টিটিউট মোশারফ টাওয়ার, ৩য় তলা, গাজীপুর সিটি কর্পোরেশন ➡️
৫৪ Gazipur গাজীপুর আইটি ডেভেলপমেন্ট সেন্টার জোড়া পাম্প,চন্দ্রা,কালিয়াকৈর (বিকাশ কাস্টোমার কেয়ার),গাজীপুর ➡️
৫৫ Gazipur গাজীপুর আইটি কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র মুক্তিযোদ্ধা কলেজ রোড, ভবানীপুর বাজার, গাজীপুর সদর, গাজীপুর ➡️
৫৬ Gazipur তপু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট কাজী সুপার মার্কেট জয়দেবপুর, গাজীপুর। ➡️
৫৭ Gazipur লার্নিফাই একাডেমী ভাই ভাই সিটি কমপ্লেক্স, তৃতীয় তলা, মাওনা, শ্রীপুর, গাজীপুর ➡️
৫৮ Gazipur ইজি কম্পিউটার ট্রেনিং সেন্টার রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর সদর, গাজীপুর ➡️
৫৯ Gopalganj বাধন কম্পিউটার ট্রেনিং সেন্টার কাইয়ুম প্লাজা, পাটগাতী বাসস্ট্যান্ড টুঙ্গিপাড়া পৌরসভা, ওয়ার্ড নং-৭, টুঙ্গিপাড়া,
গোপালগঞ্জ
➡️
৬০ Gaibandha বিন্দুবাসিনী কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট ইউনিক স্কুল সংলগ্ন, পলাশবাড়ী পৌরসভা, গাইবান্ধা ➡️
৬১ Gaibandha এ্যারো ইনফরমেশন টেকনোলজি কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ➡️
৬২ Habiganj র‌্যাপিড আইসিটি কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ➡️
৬৩ Habiganj এন.এস. কম্পিউটার ট্রেনিং সেন্টার সুফিয়া মতিন মহিলা কলেজ রোড, নতুন বাজার, বানিয়াচং, হবিগঞ্জ ➡️
৬৪ Habiganj আবাবিল টেকনিক্যাল ইনস্টিটিউট দিদার ম্যানশন রুম নং-০৬,দক্ষিণ বাসস্ট্যান্ড, কলেজ রোড, চুনারুঘাট, হবিগঞ্জ ➡️
৬৫ Jamalpur আই.টি কম্পিউটার লাবিব মার্কেট, থানা মোড়, ইসলামপুর, জামালপুর ➡️
৬৬ Jamalpur মা টেকনিক্যাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, আরামনগর বাজার, মেইন রোড (নবাবী হোটেলের সামনে), সরিষা বাড়ী, জামালপুর ➡️
৬৭ Jamalpur এস্‌পা কম্পিউটার এন্ড ট্রেনিং একাডেমী দেলোয়ার মেনশন, ( জাহেদা সফির মহিলা কলেজের সামনে ),তৃতীয় তলা, জামালপুর সদর, জামালপুর। ➡️
৭০ Jessore এক্সিয়ন আইটি ল্যাব ১০০২ রেলওয়ে রোড,যশোর ➡️
৭১ Jhenaidah মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমী আই.সি.টি. টাওয়ার (৩য় তলা) অগ্নিবীণা সড়ক (কে.সি. কলেজ রোড), ঝিনাইদহ ➡️
৭২ Jhenaidah অরবান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার কচুয়া বাজার, কাঁচেরকোল, শৈলকুপা- ঝিনাইদহ ➡️
৭৩ Joypurhat এবি হালিম আইটি হাউজিং এস্টেট,জয়পুরহাট ➡️
৭৪ Joypurhat রিয়েল লাইফ স্কুল আজিম উদ্দিন ম্যানশন(১ম তলা), বাসস্ট্যান্ড, সদর রোড, জয়পুরহাট ➡️
৭৫ Khagrachari এডুলাইফ ট্রেইনিং ইন্সটিটিউট মহিলা কলেজ রোড,খাগরাছড়ি সদর,খাগরাছড়ি ➡️
৭৬ Khulna আজিজ কম্পিউটার ট্রেইনিং সেন্টার জি-২,জলিল স্মরণী,বয়রা,খুলনা-৯০০০ ➡️
৭৭ Khulna EMIT কম্পিউটার ট্রেনিং সেন্টার মাহিন্দ্রা স্ট্যান্ড, জামিরা বাজার, ফুলতলা, খুলনা ➡️
৭৮ Kishoreganj ভৈরব কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউট জে এস টাওয়ার, ৩য় তলা, বঙ্গবন্ধু সড়নি, ভৈরব, কিশোরগঞ্জ ➡️
৭৯ Kishoreganj স্যামুয়েল আইটি সলিউশন ফ্লাট-০১(৩য় তলা),হাউজ-১১০৭,মীর কমপ্লেক্স,জেলা স্মরণী মোড়,বত্রিশ, কিশোরগঞ্জ ➡️
৮০ Kurigram নাগেশ্বরী কম্পিউটার ট্রেনিং একাডেমি ইসলামিয়া সুপার মার্কেট, পুরাতন বাজার কাজী অফিস, নাগেশ্বরী পৌরসভা সদর নাগেশ্বরী,
কুড়িগ্রাম
➡️
৮১ Kurigram ফুলকুড়ি কম্পিউটার ট্রেনিং সেন্টার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন, ডিগ্রী কলেজ রোড, ফুলবাড়ী, কুড়িগ্রাম ➡️
৮২ Kushtia বেঙ্গল কম্পিউটার ইনস্টিটিউট এম. এম হোসেন রোড, কাটাই খানা মোড় , কুষ্টিয়া ➡️
৮৩ Kushtia ফেমাস কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট কলেজপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া ➡️
৮৪ Lakshmipur রামগঞ্জ ডিজিটাল সেন্টার রামগঞ্জ বাজার, রামগঞ্জ উপজেলা, লক্ষ্মীপুর ➡️
৮৫ Madaripur অনলাইন কম্পিউটার ট্রেনিং সেন্টার সুমন হোটেল সার্কেল, মাদারীপুর ➡️
৮৬ Moulvibazar উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার সাহিব হাউজ, ২য় তলা, জুগিডহর, হিলালপুর হাইস্কুল পয়েন্ট, মৌলভীবাজার। ➡️
৮৭ Munshiganj ইউনিক এডুকেশন সেন্টার শেখরনগর, (বাজার মসজিদ মার্কেট ২য় তলা), সিরাজদিখান, মুন্সীগঞ্জ ➡️
৮৮ Manikganj বিএসআর কম্পিউটার ট্রেনিং সেন্টার সাটুরিয়া ইউ.পি সদর, সাটুরিয়া,মানিকগঞ্জ ➡️
৮৯ Meherpur জুবায়ের কম্পিউটার ট্রেইনিং একাডেমি কলেজ মোড়, মেহেরপুর ➡️
৯০ Meherpur মুজিবনগর আইটি মুজিবনগর সড়ক, কেদারগঞ্জ বাজার, মানিকনগর মাদ্রাসার বিপরীত পাশে, মেহেরপুর ➡️
৯১ Mymensingh মিরর কম্পিউটার ট্রেনিং সেন্টার মোড়ল কমপ্লেক্স, কলেজ রোড, মীরবাড়ি মোড়,ময়মনসিংহ সদর,ময়মনসিংহ ➡️
৯২ Mymensingh হুযাইফা কম্পিউটার্স ১০ /ক অমৃত বাবু রোড গোল পুকুর পার, সদর, ময়মনসিংহ ➡️
৯৩ Magura রিপন কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার হাই স্কুল মার্কেট (কলেজ রোড), সোনালী ব্যাংকের নিচতলা, মহম্মদপুর বাজার, মাগুরা ➡️
৯৪ Magura পল্লি উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শত্রুজিৎপুর বাজার, মাগুরা সদর, মাগুরা ➡️
৯৫ Naogaon বসুন্ধরা কম্পিউটার এন্ড সাইবার ক্যাফে মুক্তির মোড়, নওগাঁ সদর ➡️
৯৬ Narayanganj আইটি ভিশন সোসাইটি সরকারী সফর আলী কলেজ (দক্ষিন পার্শ্বে)আড়াইহাজার,নারায়ণগঞ্জ ➡️
৯৭ Narayanganj হাসেমী কম্পিউটার এন্ড টেকনোলজি সুনিবাস ভবন, জেলা পরিষদ (নতুন কোর্টের উত্তরে), ফতুল্লা, নারায়ণগঞ্জ ➡️
৯৮ Narayanganj আইডিয়াল কম্পিউটার একাডেমী চৌধুরীবাড়ী, গোদনাইল ➡️
৯৯ Narayanganj পিএমবিডি আইটি ইন্সটিটিউট ব্লক ৪/এ, ভূঁইয়া ফার্মেসি, বাগমারা বাজার, সিদ্ধিরগঞ্জ,নারায়নগঞ্জ ➡️
১০০ Narayanganj এবিএস ডিজিটাল টেকনোলজি বরাব বাজার ৩ রাস্তার মোড়,(হাজী বেকারী সংলগ্ন) সামাদ মার্কেট ২য় তলা, যাত্রামুড়া, রূপগঞ্জ,
নারায়ণগঞ্জ।
➡️
১০১ Narsingdi রাহাত আইটি লিমিটেড ১২১/১ খান হাউজ,কলেজগেইট,শিবপুর,নরসিংদী-১৬২০ ➡️
১০২ Narsingdi এসআরএস কম্পিউটার ট্রেইনিং ইনস্টিটিউট রাহিন অ.কে মার্কেট, ৩য় তলা, পুরাতন বাস স্ট্যান্ড, মাধবদী, নরসিংদী ➡️
১০৩ Narsingdi জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন, ২১৬ পশ্চিম ব্রাহ্মন্দী বয়েজ স্কুলের পশ্চিম পাশে,
নরসিংদী সদর, নরসিংদী
➡️
১০৪ Narail লোহাগড়া কম্পিউটার এন্ড আইটি ট্রেনিং সেন্টার ফয়েজ মোড়, জ্যোতি টাওয়ার (৩য় তলা), কলেজ রোড, লোহাগড়া বাজার, নড়াইল ➡️
১০৫ Natore আদিব কম্পিউটার  ট্রেনিং ইন্সটিটিউট বনপাড়া বাজার,বড়াইগ্রাম,নাটোর ➡️
১০৬ Netrokona কেন্দুয়া আইটি পার্ক এন্ড স্মার্ট সার্ভিস পয়েন্ট ‍ সোনালী ব্যাংক সংলগ্ন, কোয়ালিটি স্কুল এর বিপরীত পাশের ২ তলা বিল্ডিং, কেন্দুয়া, নেত্রকোনা ➡️
১০৭ Netrokona ওপেন আইটি ইন্সটিটিউট উপজেলা রোড, শান্তিবাগ, কেন্দুয়া (দুর্গা টেলিকমের পাশের রাস্তা), নেত্রকোনা ➡️
১০৮ Nilphamari নেক্সট বাংলা আইটি ইন্সটিটিউট কালীবাড়ি মোড়,নীলফামারী ➡️
১০৯ Nilphamari ন্যাশনাল কম্পিউটার এডুকেশন সেন্টার সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট, দ্বিতীয় তলা, ব্লক-N:M3 সৈয়দপুর ➡️
১১০ Nilphamari বাংলাদেশ ট্যাকনিক্যাল ইন্সটিটিউট(বিটিআই) উত্তরা ইপিজেড মোড়, সংগলশী, সদর নীলফামারী ➡️
১১১ Noakhali সফটওয়্যার ইনফরমেশন টেকনোলজি মনোয়ারা প্লাজা (৩য় তলায়) নিরাময় হসপিটালের বিপরীতে রাস্তা পশ্চিম পাশে মাইজদী নোয়াখালী ➡️
১১২ Noakhali টার্গেট কম্পিউটার ট্রেইনিং সেন্টার ডি বি রোড,চৌমহনী,বেগমগঞ্জ,নোয়াখালী ➡️
১১৩ Patuakhali সজীব কম্পিউটার্স দশমিনা উপজেলা সদর, দশমিনা, পটুয়াখালী ➡️
১১৪ Patuakhali সাতানি ডিজিটাল কম্পিউটার ট্রেইনিং ইন্সটিটিউট গ্রামঃ দুমকি সাতানি, পোস্ট অফিসঃ দুমকি, উপজিলাঃ দুমকি, জেলাঃ পটুয়াখালী ➡️
১১৫ Patuakhali ফ্রেন্ডস কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সদর রোড, নতুন বাজার, পটুয়াখালী ➡️
১১৬ Pabna ডিজিটাল কম্পিউটার ট্রেইনিং সেন্টার টিটিসি পশ্চিম পাশে, বাঁশবাজারের অপর পাশে, মহেন্দ্রপুর, রাজাপুর, পাবনা ➡️
১১৭ Pirojpur নিউ চিপস এন্ড বাইটস ইন্সটিটিউট অব টেকনোলজি আহসান কমপ্লেক্স (৩য় তলা) কাপুরিয়া পট্রি, পিরোজপুর সদর ➡️
১১৮ Pirojpur এস এ কম্পিউটার ট্রেইনিং ইন্সটিটিউট নিউ সুপার মার্কেট (তৃতীয় তলা), রুপালি ব্যাংক সংলগ্ন, ভান্ডারিয়া, পিরোজপুর ➡️
১১৯ Rajshahi বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার পুঠিয়া উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে, রাজশাহী ➡️
১২০ Rangamati কম্পিউটার ভিলেজ র্লানিং সেন্টার ১৪-১৫ নং আইসি আর শপিং প্লাজা, ফরেস্ট অফিস রোড, বনরূপা, রাঙ্গামাটি ➡️
১২১ Rangamati মাইক্রো টেকনিক্যাল ইন্সটিটিউট ১৭২/ডি,নতুন বাজার-৪৫৩৩,কাপ্তাই,রাঙ্গামাটি ➡️
১২২ Rangpur বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) ও আইটি কম্পিউটার ট্রেইনিং সেন্টার দরদী বাজার,হারাগাছ পৌরসভা,কাউনিয়া,রংপুর ➡️
১২৩ Rangpur মনোরঞ্জন বহূভাষী কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রত্যাশা কোচিং সংলগ্ন, হাই স্কুল রোড, ডিসির মোড়, মিঠাপুকুর, রংপুর ➡️
১২৪ Rajbari রে কম্পিউটার পৌর ইংলিশ মার্কেট, ২য় তলা, ( পুলিশ সুপারের বাসভবনের সামনে) রাজবাড়ী ➡️
১২৫ Sherpur একসেস এডুকেয়ার ৩য় তলা, মুসলিম মার্কেট, শহিদ বুলবুল রোড,শেরপুর ➡️
১২৬ Sirajganj বাবুল কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট শেরখালি উকিলপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ ➡️
১২৭ Sirajganj জিনিয়াস কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট জামিরতা বাজার সি.এন.জি. গ্যারেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ ➡️
১২৮ Sirajganj ইডিপি কম্পিউটার ট্রেনিং এন্ড আইটি সলিউশন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আইএইচ সিরাজী রোড (পাসপোর্ট অফিসের পাশে), সিরাজগঞ্জ ➡️
১২৯ Sylhet উইনার লাইন আইটি লোহার পাড়া গলির মুখ,ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা সিলেট। ➡️
১৩০ Sylhet সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার, বাংলাদেশ পলিটেকনিক মেইন গেইট, টেকনিকাল রোড, সিলেট ➡️
১৩১ Sylhet ABZ কম্পিউটার ইনস্টিটিউট এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ডটকম মেইন রোড, কালিগঞ্জ বাজার, জকিগঞ্জ, সিলেট ➡️
১৩২ Sylhet এবাকাস ডিজিটাল কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট ৩০১, সিদ্দিকী প্লাজা, ইসলামপুর বাজার, (মেজরটিলা) সিলেট ➡️
১৩৩ Sylhet স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ইনার কলেজ রোড,বিয়ানীবাজার,সিলেট ➡️
১৩৪ Sunamganj মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আলতাব মঞ্জিল, মঙ্গলকাটা, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ ➡️
১৩৫ Satkhira অনলাইন টেকনোলজি সেন্টার সরকারী কলেজ রোড, সাতক্ষীরা সদর ➡️
১৩৬ Satkhira সাতক্ষীরা একাডেমী রাজারবাগান সরকারি কলেজ রোড, সাতক্ষীরা ➡️
১৩৭ Satkhira ডক্টর মুজিব-রুবি টেকনিক্যাল ইন্সটিটিউট মেইন রোড,রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা ➡️
১৩৮ Satkhira থ্রি ট্রু ভিশন আইটি ইন্সটিটিউট সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ মোড়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা -৯৪০০ ➡️
১৩৯ Satkhira কুলিয়া স্মার্ট স্কিলস সেন্টার কুলিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা। ➡️
১৪০ Thakurgoan আইটি লার্নিং সেন্টার টাউন ক্লাবের পিছনের গলি, কালিবাড়ি রোড, হাজীপাড়া, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও ➡️
১৪১ Thakurgoan আইটি ভিশন ট্রেনিং ইন্সটিটিউট সার্কিট হাউজ ,মহিলা কলেজ রোড,ঠাকুরগাঁও সদর ➡️
১৪২ Tangail জিনিয়াস কম্পিউটার টেকনোলজি বাজার রোড, ঘাটাইল, টাঙ্গাইল। ➡️
১৪৩ Tangail ফরচুন ইন্সটিটিউট অব আই.টি চৌধুরি ভিলা, ময়মনসিংহ রোড, পুরাতন বাস স্ট্যান্ড, টাঙ্গাইল ➡️
১৪৪ Tangail সাদ আইটি জোন লোন মার্কেট, নিরালা মোর, টাঙ্গাইল ➡️
১৪৫ Tangail ভার্চূয়াল কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট মৌরিন সুপার মার্কেট (২য় তলা), তারাকান্দি রোড, ভূঞাপুর বাজার, ভূঞাপুর, টাঙ্গাইল। ➡️

শিক্ষার্থী প্রদত্ত ইশিখন এজেন্ট ফি:

শিক্ষার্থীরা কোর্স ফি বাবদ ওয়েবসাইটে উল্লেখিত রেজিস্ট্রেশন ফি ইশিখনকে সরাসরি প্রদান করবে। ওয়েবসাইটে উল্লেখিত ফি এর বাহিরে ইশিখন কোন অর্থ গ্রহন করবে না। বাসায় কম্পিউটার না থাকার কারনে যারা এজেন্ট সেন্টারে বসে ক্লাস করবে তাদের এজেন্ট সেন্টার কে আলাদা করে একটা ফি প্রদান করতে হবে। এই সম্পূর্ণ ফি এজেন্ট সেন্টারের প্রাপ্য, যেখানে ইশিখন কোন চার্জ করবে না।

শিক্ষার্থীরা এজেন্ট সেন্টারের প্রদত্ত সুবিধার উপর ভিত্তি করে একটা ফি প্রদান করবে। এক্ষেত্রে এজেন্ট ফি সর্বনিম্ন ৪০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এজেন্ট ফি কিছু সুযোগ সুবিধার উপর ভিত্তি করে কম কিংবা বেশি হবে।

যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে এজেন্ট ফি নির্ধারণ করা হবে:

  • ☑️ ক্লাস সংখ্যা
  • ☑️ প্রতিষ্ঠানের ল্যাব ফ্যাসিলিটি
  • ☑️ সাপোর্ট ট্রেইনার
  • ☑️ প্রজেক্টর
  • ☑️ পিসি কনফিগারেশন
  • ☑️ এয়ার কন্ডিশনার
  • ☑️ জেনারেটর বা আইপিএস সুবিধা

বি:দ্র: রেজিস্ট্রেশন ফি ইশিখনে কোর্স রেজিস্ট্রেশনের সময় বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে। এরপর এজেন্ট সেন্টারে গিয়ে এজেন্ট ফি প্রদান করে ক্লাসে অংশ নিবেন।

কিভাবে এজেন্ট এর মাধ্যমে ক্লাস হবে:

যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা ইশিখন এজেন্ট সেন্টারে গিয়ে কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। সেখানে সব শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা কম্পিউটার এবং ইন্টারনেট থাকবে। শিক্ষার্থীরা ক্লাস সময়ে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে অংশ নিবেন। উক্ত প্রতিষ্ঠানের এজেন্টরা ক্লাসে অংশগ্রহণ এবং যেকোন সমস্যায় পড়লে সেটা সমাধান করে দিবেন।

ইশিখনের স্বনামধন্য শিক্ষকগণ ঢাকা থেকে অনলাইনে ক্লাস করাবেন। উক্ত ক্লাস, শিক্ষকের কম্পিউটার স্ক্রিন আপনার কম্পিউটারে দেখা যাবে, কোন কিছু বুঝতে অসুবিধা হলে সাথে সাথে আপনি শিক্ষককে প্রশ্ন করতে পারবেন। ক্লাসের দিন কিংবা পরদিন ২ ঘন্টা আপনি প্রাকটিজ করার সুযোগ পাবেন।

বিশেষ সুবিধা সমুহ:

✅ ঢাকার স্বনামধন্য, দক্ষ ও পেশাদার অনলাইন প্রফেশনাল, ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তা কর্তৃক ক্লাস।

✅ দেশের যেকোন জায়গা এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকেও অংশগ্রহণের সুযোগ।

✅ লাইভ ক্লাস মিস করলে ভিডিও রেকর্ডিং ও ক্লাস ফাইল ডাউনলোড করার সুবিধা।

✅ সরাসরি প্রশ্ন, রিমোটে কম্পিউটারে ঢুকে সমস্যা সমাধান।

✅ এসাইনমেন্ট, প্র্যাকটিস ফাইল, আলোচনা, সমস্যা সমাধান, মডেল টেস্ট।

✅ কোর্স শেষে সার্টিফিকেট এবং ডিভিডি ডাউনলোড লিংক

✅ ২৪/৭ ঘন্টা কল সেন্টার ও মেসেঞ্জার/ইমেইল সাপোর্ট।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন/অংশ নিবেন:

  1. প্রথমে এই লিঙ্কে যান এবং কোর্সে “Enroll Now” তে ক্লিক করুন।
  2. ‘Proceed to checkout’ এ ক্লিক করুন।
  3. আপনার নাম, ইমেইল, জেলা, ফোন নং দিয়ে পেমেন্ট মেথড সিলেক্ট করুন।
  4. “I’ve read and accept…” অপশনে ক্লিক করে “Place Order” দিন।
  5. পেমেন্ট এর নিয়ম/নাম্বার পেয়ে যাবেন।


স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline